Home / মিডিয়া নিউজ / বলিউডের যে নায়িকার প্রেমে পড়েছিলেন ইমরান খান!

বলিউডের যে নায়িকার প্রেমে পড়েছিলেন ইমরান খান!

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান একসময়ে ক্রিকেট মাঠে অধিনায়ক হিসেবে জয়

করেছিলেন বিশ্বকাপ। তবে একটি কথা বেশ প্রচলিত ইমরান খান নাকি গ্ল্যামারের যোগ ছিল অবিচ্ছিন্ন।

বিশেষ করে বলিউডের ফিল্মি দুনিয়ার সঙ্গে তাঁর ছিল দারুণ সুসম্পর্ক। আর নারী মহলে ইমরান খানের জনপ্রিয়তা বরাবরই আকাশছোঁয়া। শুধু কী তাই, হ্যান্ডসাম ইমরানের প্রেমে পড়েছেন বলিউডের তাবড় তাবড় নায়িকারা।

রেখা থেকে শুরু করে জিনাত আমান, শাবানা আজমি ও মুনমুন সেনের সঙ্গে ‘লেডি-কিলার’ ইমরানের সম্পর্ক ছিল রীতিমতো চর্চিত। কিন্তু বলিউডে ইমরানকে নিয়ে সবচেয়ে বড় গুঞ্জন ছিল রেখাকে ঘিরে। শোনা গিয়েছিল, রেখাকে নাকি প্রায় বিয়েই করে ফেলেছিলেন তৎকালীন এই পাকিস্তানি ক্রিকেট অধিনায়ক।

সে সময় খেলার সুবাদে ইমরান খান প্রায়ই আসতেন ভারতে। রুপালি জগতের সঙ্গে দারুণ সম্পর্ক গড়ে ওঠে এই খেলোয়াড়ের। বাকিদের মতোই পরিচয় হয় রেখার সঙ্গে। রেখাও তখন গ্ল্য়ামারসম্রাজ্ঞী।

একসঙ্গে নাইটক্লাব থেকে শুরু করে রেখার বাড়িতেও দেখা যায় তাদের। সমুদ্রপাড়ে নাকি ঘনিষ্ঠ অবস্থায় ঘুরতে দেখা গিয়েছিল দুজনকে। তৎকালীন এক সংবাদপত্র তাদের এক প্রতিবেদনে দাবি করেছিল, রেখা ও ইমরানের সম্পর্ক নাকি এমন পর্যায়ে পৌঁছেছিল যে, তারা সিদ্ধান্ত নিয়েছিলেন গাঁটছড়া বাঁধবেন। শুধু রেখার সঙ্গে সময় কাটাতে বারবার পাকিস্তানের লাহোর থেকে মুম্বাই আসতেন ইমরান খান।

এমনকি রেখার মা চাইতেন ইমরানকে বিয়ে করুক রেখা। কিন্তু শেষ অবধি সেই সম্পর্ক টেকেনি। ইমরানের সঙ্গে সম্পর্ক নিয়ে কোনোদিন কোনো মন্তব্য করেননি বলিউড ডিবা রেখা।

তবে ইমরান খান সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, ‘নায়িকাদের সঙ্গ অল্প সময়ের জন্য়ই ভালো লাগে। আমি তার সঙ্গে কিছু সময় কাটিয়ে এখন সামনের দিকেই এগিয়ে যেতে চাই। আমি কখনো ভাবতেও পারি না কোনো নায়িকাকে বিয়ে করব।’

Check Also

আমি নায়িকা ছিলাম, নায়িকা হয়েই মরবো: নূতন

ঢাকাই সিনেমার সোনালি যুগের জনপ্রিয় অভিনেত্রী নূতন। দীর্ঘ ক্যারিয়ারে মূল থেকে পার্শ্ব চরিত্র; তিন শতাধিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *