Home / মিডিয়া নিউজ / নিজ উদ্যোগে মসজিদ নির্মাণ করছেন অভিনেতা আহমেদ শরীফ

নিজ উদ্যোগে মসজিদ নির্মাণ করছেন অভিনেতা আহমেদ শরীফ

একসময়ের ঢাকাই সিনেমার সবচেয়ে দাপুটে অভিনেতা আহমেদ শরীফ দীর্ঘদিন ধরেই রঙিন দুনিয়া

থেকে দূরে রয়েছেন। বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্থায়ীভাবে বসবাস করছেন। সম্প্রতি তিনি দেশে এসেছেন।

দেশে এসেই তিনি এবার নিজ উদ্যোগে মসজিদ নির্মাণে ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন। তার নিজ গ্রাম কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের বানিয়াপাড়ায় একটি মসজিদ নির্মাণ করবেন তিনি। তথ্যটি তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজেই নিশ্চিত করেছেন।

ফেসবুকে বেশ কয়েকটি ছবি আপলোড করে তিনি ক্যাপশনে লেখেন, আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গা হলো মসজিদ, (মুসলিম হাদিস : ১৪১৪)। আল্লাহর ইবাদত-বন্দেগী করা প্রতিটি মানুষের দায়িত্ব ও কর্তব্য। সেই দায়িত্বশীলতার জায়গা থেকেই নিজ জন্মভূমিতে মসজিদ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন।’

Check Also

আমি নায়িকা ছিলাম, নায়িকা হয়েই মরবো: নূতন

ঢাকাই সিনেমার সোনালি যুগের জনপ্রিয় অভিনেত্রী নূতন। দীর্ঘ ক্যারিয়ারে মূল থেকে পার্শ্ব চরিত্র; তিন শতাধিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *