





এই সময়ে ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পূজা চেরী। শিশুশিল্পী হিসেবে ঢাকাই






সিনেমায় পা রাখলেও সম্প্রতি নায়িকা হিসেবে বেশকিছু ছবিতে কাজ করছেন এই গ্ল্যামারগার্ল।






এদিকে, আজ ফেসবুক লাইভে এসে কান্নায় ভেঙ্গে পড়লেন ঢালিউডের অন্যতম নায়িকা পূজা চেরী।






তবে লাইভে এসে তার এই কান্নার কারণ সিনেমা বা পড়াশুনা নয়। খানিক ভিন্ন। পূজাকে পশুপ্রেমী হিসেবে তার পরিচিতজনরা জানেন। দুঃসংবাদটি হলো, তার এই পোষা প্রাণীটি আর বেঁচে নেই। বারান্দা থেকে পড়ে মারা গেছে। আর বিষয়টির আকস্মিকতায় শোকাচ্ছন্ন ঢাকাই ছবির এই নায়িকা।
জানান, আজ (২০ ফেব্রুয়ারি) বিকালে নয় তলায় থাকা পূজাদের ফ্ল্যাট থেকে নিচে পড়ে গেছে বেড়ালটি। আর সঙ্গে সঙ্গেই তার মৃত্যু হয়। বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারছেন না শোকাতুর পূজা। ফেসবুক লাইভে এসে কান্নারত এ তারকা সেটিই শেয়ার করেন নেটিজেনদের সঙ্গে।
পূজার ভাষ্য, ‘চার বছর ধরে আমরা একসঙ্গে আছি। আজকে সকালেও তাকে আমি গোসল করিয়েছি। কিন্তু কী হলো জানি না। আমার বাবার রুমের পাশের বারান্দা থেকে পড়ে গেছে বা লাফ দিয়েছে। লাফ দেওয়ার কথা নয়, সে নিয়মিতই ওদিক দিয়ে ঘুরে এসে আমার কাছে বসে, কথা বলে। কিন্তু আর আর ফিরে এলো না।’