





বাংলা সিনেমার এক জনপ্রিয় জুটি অনন্ত-বর্ষা। ব্যাপক জনপ্রিয় এই জুটি বিভিন্ন সামাজিক কার্যকলাপেও






জড়িত থাকেন। এবার ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিল ও আফিয়া নুসরাত বর্ষা দম্পতি দুই ছেলের নামে মসজিদ নির্মাণ করেছেন। আজ শুক্রবার (১১ ফেব্রুয়ারি) নবনির্মিত এই মসজিদের উদ্বোধন করেন তাঁরা।
জানা গেছে, দুই ছেলে আরিজ ইবনে জলিল ও আবরার ইবনে জলিলের নামে মসজিদের নাম রাখা হয়েছে আরিজ আবরার জামে মসজিদ। বর্ষার গ্রামের বাড়ি সিরাজগঞ্জের শাহাজাদপুর এলাকায় এই মসজিদ নির্মাণ করা হয়েছে। অনন্ত-বর্ষা দম্পতি উপস্থিত ছিলেন মসজিদ উদ্বোধন আয়োজনে। অন্তর্জালে এক ভিডিও পোস্ট করে অনন্ত জলিল লিখেছেন, ‘পবিত্র জুম্মার দিনে আরিজ আবরার জামে মসজিদের শুভ উদ্বোধন অনুষ্ঠান।’