





বলিউড তারকা সালমান খানের আলাদা সুখ্যাতি রয়েছে তার নাচের ভঙ্গি নিয়ে। অথচ এই বলিউড






ভাইজান নাকি এক সময় নাচতে ভয় পেতেন! সম্প্রতি একথা বললেন সালমানেরই নব্বই দশকের






নায়িকা আয়েশা জুলকা। এক টিভি শোতে অতিথি হিসেবে গিয়েছিলেন নব্বই দশকের নায়িকা আয়েশা জুলকা এবং মধু।






তাদের নিয়ে এক মজার কুইজ করেন সঞ্চালক আদিত্য নারায়ণ। সেই সূত্রেই উঠে আসে সালমানের প্রসঙ্গ। সেখানে আয়েশা জানান, এখন যার নাচে মশগুল ভক্তরা, সেই সালমানই নব্বইয়ের দশকে রীতিমতো এড়িয়ে যেতে চাইতেন নাচের দৃশ্য! তাই তার এখনকার নাচের দৃশ্য দেখে অবাক হয়ে যান আয়েশাই।
এই নায়িকার প্রথম সিনেমা ‘কুরবান’ এর নায়ক ছিলেন সালমান। সেখানেও কি নাচতে চাননি অভিনেতা? তিনি বলেন, ‘এখনও মনে আছে, সালমান নাচ নিয়ে বেশ ভয় পেত। একটি গানের দৃশ্যে কোরিওগ্রাফারকে ও সোজাসুজি অনুরোধ করে, ও যাতে সাধারণভাবে হেঁটে দৃশ্যে ঢুকতে পারে এবং সব নাচের স্টেপ থাকে শুধু আমার জন্য! আজকাল সালমানকে নাচের দৃশ্যে দেখে মনে হয় আগে ও নিশ্চয়ই নাচ না জানার ভান করত!’