





কারণে অকারণেও আজকাল প্রায় সংবাদের শিরোনাম হোন শবনম ফারিয়া। বিষয়টি থেকে পরিত্রাণ






চেয়ে এই অভিনেত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখলেন, ‘আমাকে সংবাদ আতঙ্ক থেকে রেহাই দিন।’






কদিন আগেই ইনস্টাগ্রামে নিজের কয়েকটি ছবি দিয়েছিলেন। ছবিগুলো প্রেমিক তুলে দিয়েছেন, এমন কথা বলেননি বটে তবে গণমাধ্যমে খবর আসছেন শবনম ফারিয়া প্রেম করছেন। আর এতেই ক্ষোভ প্রকাশ করেছেন ‘দেবী’খ্যাত এই অভিনেত্রী।
ফেসবুকে লিখেছেন, ‘আমাকে নিয়ে কারণে অকারণে অনেক সংবাদ হয়! কিছু সংবাদ দেখে হাসি, কিছু সংবাদ দেখে রাগ হয়! কিন্তু মাঝে মাঝে কিছু সংবাদ দেখে কি বলবো খুঁজে পাই না! অবাক হবো, মন খারাপ করবো নাকি ক্ষোভ ঝাড়বো বুঝি না!’
জনপ্রিয় এই অভিনেত্রী বলেন, আমি সত্যিই টায়ার্ড! এবার একটু শান্তিতে থাকতে দেন আমাকে! আপনাদের এসব মনগড়া সংবাদের পর অপ্রয়োজনীয় এতো আলোচনা/সমালোচনা আর ভালো লাগে না! এবার একটু দয়া করেন আপনাদের “সংবাদ আতংক” থেকে রেহাই দেন! প্রয়োজনে আমাকে বয়কট করেন! তাও একটু মুক্তি দেন।