





একসময়ের জনপ্রিয় অভিনেত্রী তানভীন সুইটি। টিভি পর্দায় এখনও তার উপস্থি’তি রয়েছে।






রয়েছে বিজ্ঞাপন জগতেও প’দচারণা। অবশ্য মডেল হিসেবেই ছিল তার মিডিয়াযাত্রা।






দীর্ঘদিন পর কোরবানি ঈদের আগে নতুন একটি বিজ্ঞাপনে অভিনয় করেন তিনি।






একটি সিরামিক পণ্যের এ বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন পিপলু। বিজ্ঞাপনটিতে সুইটির নান্দনিক উপ’স্থি’তি দর্শককে মুগ্ধ করেছে। বি’রতির পর নতুন এ বিজ্ঞাপন দিয়ে আবারও আলোচনায় এসেছেন তিনি।
এতে কাজ করা প্রস’ঙ্গে তানভীন সুইটি বলেন, ‘পূর্ণ মনোযোগ দিয়ে আমি কাজটি করতে পেরেছি বলেই কাজটির জন্য বেশ সা’ড়াও পাচ্ছি। আমাদের দেশে বিজ্ঞাপন নির্মাণ যে আন্তর্জাতিক মানের হয়েছে তা নিজে এ কাজটি করে উপল’ব্ধি করতে পেরেছি। কাজটি করে আমার কাছে খুব ভালো লেগেছে।