





টানা ২১ দিন লকডাউনে ভারতের নিম্ন আয়ের মানুষের চর’ম বিপর্যয় অবস্থা। এসব সাধারণ মানুষকে






সাহায্যের জন্য এগিয়ে আসছেন একাধিক বলিউড তারকা। ২৫ কোটি রুপি দিয়ে আলোচনায় আছেন






অক্ষয় কুমার। বাদ নেই দক্ষিণের প্রভাস বা কলকাতার দেব। এসবের মাঝে বি টাউনের






খান-রা কী করছেন, তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছেন।
সর্বশেষ খবর হলো, করোনার লকডাউনের জেরে মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রির যে সব দৈনিক শ্রমিকের কাজ বন্ধ হয়ে গিয়েছে, তাদের ২৫ হাজার পরিবারের দায়িত্ব নিয়েছেন বলিউডের ভাইজান সালমান খান। তার সেচ্ছ্বাসেবী সংস্থা বিয়িং হিউম্যান এই পরিবারগুলোর অন্ন সংস্থান করবে।
এই খবর শোনার পর সবার নজর সালমানের বন্ধু শাহরুখের দিকে। যার উত্তরে সম্প্রতি একটি সাংবাদমাধ্যমকে কিং খান জানান, কখনো অনুদান দিলে, সেই খবর ফলাও করে বের হোক- তা কখনো চান না। এমনকি কোথায় কী দান করলেন, তাও কাউকে জানাতে চান না। এই কাজগুলো সব সময় নিঃশব্দে করায় বিশ্বাসী তিনি।
কোথাও দান করলে, শাহরুখ যেন সেই ছবি তুলে রাখেন, এমন পরামর্শ ভক্তরা প্রায়শই দিয়ে থাকেন। কিন্তু প্রত্যেকবারই ‘না’ বলেন অভিনেতা।