Home / মিডিয়া নিউজ / ঐশ্বরিয়া রাইকে নিজের ‘মা’ বলে দাবি করলেন এই যুবক!

ঐশ্বরিয়া রাইকে নিজের ‘মা’ বলে দাবি করলেন এই যুবক!

এ যেন আচ’মকা উড়ে এসে জুড়ে বসার মত ঘটনা। ২৯ বছর বয়সি এক যুবক সম্প্রতি দাবি

করেছেন বলিউড অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চন তার মা। আইভিএফ পদ্ধতির মাধ্যমে তার জন্ম হয়।

এই ঘটনার কথা প্রকাশ্যে আসতেই তো’লপা’ড় হয়ে উঠেছে সবদিকে।

অন্ধ্রপ্রদেশের বাসিন্দা সংগীত কুমার দাবি করেছেন যে তিনি ঐশ্বরিয়ার ছেলে।

তিন বছর বয়সে নাকি ছোদাবরমে তাকে নিয়ে আসা হয় এবং তার আগে তিনি থাকতেন মুম্বাইতে ঐশ্বর্যর মা বৃন্দা কৃষ্ণরাজ রাইয়ের পরিবারের সঙ্গে। তিনি যে সময়ের কথা বলছেন হিসাব করে দেখলে দেখা যাচ্ছে, সেই সময় ঐশ্বরিয়ার বয়স ছিল ১৬ বছর। এবং তিনি দাবি করেন তিনি তার দাদির সঙ্গে থাকতেন।

সাংবাদিকদের কাছে ওই যুবক বলেছেন, ‘আমার দাদুর নাম প্রয়াত কৃষ্ণরাজ রাই। ২০১৭ সালের মার্চ মাসে তিনি প্র’য়া’ত হন। আমার মামার নাম আদিত্য রাই।’ ঐশ্বরিয়া এখন আর অভিষেক বচ্চনের সঙ্গে থাকেন না বলেও দাবি করেছেন সঙ্গীত। তিনি এখন চান তার মা তার সাথে একসাথে ব্যাঙ্গালুরে এসে থাকুক।

সংগীত কুমারের সাক্ষাত্কারের ভিডিওটি আবার ইন্টারনেটে প্রকাশিত হয়েছে যেখানে তিনি বলেছেন, যে তিনি কোনও অর্থ চান না তবে তিনি চান তার মা তার সাথে থাকুক কারণ তিনি এত বছর ধরে মাকে মিস করেছেন। মনো’রোগ বিশেষ’জ্ঞরা মনে করেন যে তিনি কোনও মা’ন’সিক ব্যা’ধিতে ভু’গতে পারেন, যার জন্য তিনি এইসব কথা বলছেন। যদিও বচ্চন পরিবার এই নিয়ে কোনো মন্তব্য করেনি।

Check Also

আমি নায়িকা ছিলাম, নায়িকা হয়েই মরবো: নূতন

ঢাকাই সিনেমার সোনালি যুগের জনপ্রিয় অভিনেত্রী নূতন। দীর্ঘ ক্যারিয়ারে মূল থেকে পার্শ্ব চরিত্র; তিন শতাধিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *