





’আমি যে কাজগুলো করতে চাই না, তার অফারই বেশি আসে! উপস্থাপনা করতে চাই না,






তারপরও প্রচুর আসে। সিনেমা করতে চাই না, এখানেও প্রচুর অফার আসে। আর বেশি বিজ্ঞাপন






করতে আর সেটির অফারই কম আসে।’ কথাগুলো বলেছেন হালের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী






সুজানা জাফর। সম্প্রতি এক সাক্ষাৎকারে চলচ্চিত্রে কাজের অবস্থা সম্পর্কে এসব কথা বলেন। নিজের ব্যস্ততা প্রসঙ্গে সুজানা বলেন, বর্তমানে নাটক নিয়েই বেশি ব্যস্ত। কারণ, মাঝখানে দেড় মাস কাজ বন্ধ ছিল। আমি রমজানে কাজ করি না। তাই রোজার কারণে এক মাস ও ঈদ মিলিয়ে প্রায় দেড় মাস কাজ করিনি। এখন এতই ব্যস্ত যে বিশ্রামের সুযোগ পাচ্ছি না।
নিজের কাজ প্রসঙ্গে বলেন, বিইউ শুভ ভাইয়ের ’লাইফ ইন মেট্রো’ নামে একটি ধারাবাহিকের কাজ করছি। এ ছাড়া ঈদের নাটক শেখ সেলিম ভাইয়ের একক ’উড়নচণ্ডী’ নাটকের শুটিং শেষ করলাম। নাটকটিতে আমার বিপরীতে ছিলেন অপূর্ব ভাই। ’কানামাছি’ নামের আরও একটি ঈদের সিঙ্গেল নাটক করলাম। এ নাটকটিও বিইউ শুভ ভাইয়ের। নাটকটিতে আমি, মৌসুমি হামিদ ও অর্ষা কল্যাণ কোরাইয়া ছিল।
ধারাবাহিক না করার পেছনের কারণ প্রসঙ্গে বলেন, আমি অনেক কম কাজ করি, এটি সবাই জানেন। কাজ কম করলেও যে কাজটি করি সে কাজকে অনেক ভালোবাসি। যখন সিরিয়াল করতাম তখন দেখতাম, এক মাস শুটিং করে পরবর্তী পাঁচ মাস বন্ধ রাখে। বারবার গল্প চেইঞ্জ হয়। শিল্পী পরিবর্তন হয়। এভাবে আমার কাছে মনে হয়, পরিচালক টাকা দেবে আর আমি শুটিং করব—এই কাজ আমি করতে চাই না।
চলচ্চিত্র নিয়ে বলেন, চলচ্চিত্র নিয়ে কখনো চিন্তা করিনি। এখনো করি না। অমিতাভ রেজা ভাই করল না আয়নাবাজি। তাছাড়া একদম কমার্শিয়াল না, ফ্যামিলি নিয়ে দেখার মতো যদি গল্প হয়, তবেই আমি করব।