Home / মিডিয়া নিউজ / বাংলাদেশি মডেলকে বিয়ে করতে ছুটে এলেন মেক্সিকান তরুণী

বাংলাদেশি মডেলকে বিয়ে করতে ছুটে এলেন মেক্সিকান তরুণী

প্রণয়কে পরিণয়ে রূপ দিতে বাংলাদেশে ছুটে এলেন মেক্সিকান তরুণী দুলসে আমেরিকা

ভ্যালি দিয়েগো। বিয়ে করলেন বাংলাদেশের উঠতি মডেল অয়নকে (মো. জাবের আলম)।

গত ৪ এপ্রিল ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দু’জনে বিয়ে করেছেন।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটিতে দর্শন পড়ুয়া দুলসে ভ্যালি দিয়েগো ছিলেন খ্রিস্ট (ক্যাথলিক) ধর্মাবলম্বী। কিন্তু ঢাকায় এসে তিনি ইসলাম গ্রহণ করেছেন। নাম পরিবর্তন করে রেখেছেন দুলসে আমেরিকা ভ্যালি ডিয়েগো আলম। পেশায় দিয়েগো একজন হেয়ার স্টাইলিস্ট।কাবিননামায় স্বাক্ষর করছেন মো. জাবের আলম অয়ন, তার পাশে দুলসে আমেরিকা ভ্যালি ডিয়েগো আলমমেক্সিকান এ তরুণীর সঙ্গে পরিচয় প্রসঙ্গে অয়ন বলেন, ‘মেক্সিকোর হলেও দিয়েগো ক্যালিফোর্নিয়ায় থাকে। সেখানে আমার এক পরিচিত কোরিওগ্রাফারের সঙ্গে সে অনেক কাজ করেছে।

ফেসবুকে তার কাজগুলো দেখে আমার বেশ ভালো লাগে। এরপর আমাদের মধ্যে ফেসবুকে বন্ধুত্ব থেকে সম্পর্কটা প্রেমে রূপ নেয়। আমাদের দু’জনের মধ্যে অনেক মিল। দু’জনের চিন্তাভাবনা, দর্শন এবং স্বপ্নও প্রায় একই। তাই ভালোবাসার মানুষটিকে আপন করে নিলাম।’

‘আসলে দুইটি মনের মিল হলে দূরত্ব সেটাকে আলাদা করতে পারে না। আমরা যেন সারাজীবন এক থাকতে পারি, সেজন্য সবার কাছে দোয়া চাইছি’- যোগ করেন মডেল অয়ন।

দিয়েগো বলেন, ‘বাংলাদেশের ও আমার দেশের সংস্কৃতি অনেক আলাদা। তবে সবকিছুই আমি পর্যবেক্ষণ করেছি। এখন আমার অনেক ভালো লাগছে। তাছাড়া অয়নের সঙ্গে আমার সম্পর্কটা পরিণতি পেয়েছে। সেজন্য আমি অনেক আনন্দিত।

Check Also

আমি নায়িকা ছিলাম, নায়িকা হয়েই মরবো: নূতন

ঢাকাই সিনেমার সোনালি যুগের জনপ্রিয় অভিনেত্রী নূতন। দীর্ঘ ক্যারিয়ারে মূল থেকে পার্শ্ব চরিত্র; তিন শতাধিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *