Home / মিডিয়া নিউজ / ও প্রায় প্রতিদিন আমার বাসায় এসে আমকে……..আমিও…: অপু বিশ্বাস

ও প্রায় প্রতিদিন আমার বাসায় এসে আমকে……..আমিও…: অপু বিশ্বাস

এবার নিজেদের সম্পর্ক নিয়ে মুখ খুললেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। তিনি বলেন, পরিষ্কার ভাষায়

জানাতে চাই শাকিব আর আমার সম্পর্কে বিন্দুমাত্র চির ধরেনি। শাকিব অন্য নায়িকার সঙ্গে ঘুরতেই

পারে। কাজ করতে গেলে শিল্পীরা একসঙ্গে থাকবে এটিই স্বাভাবিক। কেউ যদি একে বাঁকা চোখে দেখে তা তার দৃষ্টিভঙ্গির সমস্যা। সবাইকে জানাতে চাই আমরা আগের চেয়েও অনেক ভালো এবং মধুর সম্পর্কে জড়িয়ে আছি। দেশে থাকলে ও আমার বাসায় প্রায় প্রতিদিন আসে। আমিও তার বাসায় যাই। এমনকি শাকিব এবার কলকাতায় ছবির কাজে যাওয়ার আগের দিন বিকাল ৪টার দিকে আমার বাসায় এসে আবরামকে তার বাসায় নিয়ে গেছে।

রাত ১১টা পর্যন্ত তাকে নিয়ে ব্যস্ত ও আনন্দ সময় কাটিয়েছে। আবরামকে ফিডার খাওয়াতে চেষ্টা করেছে, পারেনি। আমি রাতে গিয়ে ওকে খাইয়ে আবরামকে নিয়ে ফিরেছি। ও আবরামের জন্য এত ড্রেস আর ডলস এনেছে যে আমার ঘরটা একটা শোরুম হয়ে গেছে। আমি আবারও বলতে চাই আমাদের সম্পর্ক যদি মন্দ হতো তাহলে যতদিন কেউ আমাদের বিয়ের কথা জানত না তখনই অন্ধকারে আমাদের বিচ্ছেদ হয়ে যেত।

Check Also

আমি নায়িকা ছিলাম, নায়িকা হয়েই মরবো: নূতন

ঢাকাই সিনেমার সোনালি যুগের জনপ্রিয় অভিনেত্রী নূতন। দীর্ঘ ক্যারিয়ারে মূল থেকে পার্শ্ব চরিত্র; তিন শতাধিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *