Home / মিডিয়া নিউজ / অচেনা এক মধ্যবয়সী নারীর গানে মুগ্ধ কিংবদন্তি এ আর রহমান!

অচেনা এক মধ্যবয়সী নারীর গানে মুগ্ধ কিংবদন্তি এ আর রহমান!

বিনোদন ডেস্ক:সোশ্যাল মিডিয়ার যুগে এখন কে যে কখন সেলেব্রিটি হয়ে ওঠেন বলা মুশকিল।

এবার সেই তালিকায় নতুন সংযোজন ভারতের অন্ধ্রপ্রদেশের এক মধ্যবয়সীর গান। গেলো বুধবার ওই নারীর গান ফেসইবুকে পোস্ট করেন স্বয়ং এআর রহমান। এরই মধ্যে ভিডিওটি ভাইরাল।

ভিডিওতে ওই নারীকে দেখা গিয়েছে একটি গান গাইতে। ১৯৯৪ সালের ছবি ‘প্রেমিকুদু’র ‘ও চেলিয়া’ গানটি তাঁর কণ্ঠে শুনে মুগ্ধ হন কিংবদন্তি সুরকার। ওই গান তাঁরই সুর করা।

অস্কার জয়ী এই সুরকার ভিডিওটি শেয়ার করেন নিজের ফেসবুকে। এখনও পর্যন্ত ভিডিওটিতে লাইক পড়েছে ১ লক্ষেরও বেশি। সঙ্গে প্রায় আড়াই হাজার কমেন্ট। শেয়ার হয়েছে ২২ হাজারেরও বেশি। সব মিলিয়ে দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে এক অপরিচিত, অজ্ঞাত নারীর গান।

এআর রহমান ওই নারীর গান শেয়ার করলেও তিনি জানেন না তাঁর পরিচয়। তবে ইন্টারনেটে ওই গান ছড়িয়ে পড়ার পরে কেউ কেউ দাবি করেছেন, অন্ধ্রপ্রদেসের ভাডিসেলিরু গ্রামের বাসিন্দা এই নারীর নাম বেবি।

Check Also

আমি নায়িকা ছিলাম, নায়িকা হয়েই মরবো: নূতন

ঢাকাই সিনেমার সোনালি যুগের জনপ্রিয় অভিনেত্রী নূতন। দীর্ঘ ক্যারিয়ারে মূল থেকে পার্শ্ব চরিত্র; তিন শতাধিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *