





বাংলাদেশের একসময়ের জনপ্রিয়ন চিত্রনায়িকা পূর্নিমার আজ জন্মদিন। জন্মদিনের প্রতিবারের মত এবারো ব্যাস্ত সময় পার করেছেন এ অভিনেত্রী।






কাছের মানুষ, শুভাকাঙ্খী ও সহকর্মীদের শুভেচ্ছা বার্তায় জন্মদিন পালন করছেন তিনি। তবে এবারের জন্মদিনে পূর্ণিমাকে অনেকটা চমকে দিলেন ঢাকায় সিনেমার কিং শাকিব খান।
বেসরকারি এক টিভি চ্যানেলের অনুষ্ঠানে কথা বলছিলেন লাইভে। হটাৎ একটি ফোন কল পূর্ণিমাকে জন্মদিনের শুভেচ্ছা জানালে থমনে যান তিনি। কেননা ফোনের অপর প্রান্তে ছিলেন শাকিব খান।
ফোন করে শাকিব বলেন, ‘হ্যাপি বার্থডে পূর্ণিমা। মেনি মেনি হ্যাপি রিটার্নস অব দ্য ডে। তোমাকে অনেক সুন্দর লাগছে।’
এসময় এক গাল হেসে পূর্ণিমা উত্তর দেন, ‘আমার জন্মদিনে শাকিবের ফোনকল এটা অন্যরকম সারপ্রাইজ।’ এসময় পূর্ণিমা শাকিবকে প্রশ্ন করেন, শাকিব কোথায় তুমি? ঢাকায় নাকি ঢাকায় বাইরে? শাকিব জানান তিনি ঢাকাতেই আছেন।
এসময় জন্মদিন নিয়ে আরো নানান আলোচনা করেন এই দুই তারকা।