





আর মাত্র একদিন। এরপরেই রাশিয়ায় বেজে ওঠবে বিশ্বকাপের দামামা! এরইমধ্যে বিশ্বকাপ নিয়ে






দেশে বিদেশে উন্মাদনার চূড়ান্ত! কে কোন দল সাপোর্ট করেন তা নিয়েও চলছে নানা পরিসংখ্যান।






প্রিয় দলকে জেতানোর নানা ছক আঁকছেন অনেকে। শোবিজে মিউজিক






কম্পোজিশন ও গীতিকার হিসেবে খ্যাত বিনোদন সাংবাদিক তানভীর তারেক তাদের একজন।
তানভীর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এবার বিশ্বকাপের উম্মাদনা নিয়ে ব্যক্তিগত অভিমত শেয়ার করলেন এই তারকা। তিনি ফেসবুক পোস্টে লিখেছেন, ‘বিশ্বে ব্রাজিল -আর্জেন্টিনার বিরল তিন প্লেয়ার। যারা রাতেও সানগ্লাস পরে ছবি তোলে। যাই হোক, আমাদের জন্য দোয়া করবেন সবাই প্লিজ।’
‘যাতে খেলা চলাকালীন কোনোদিন আমার আর পোলার ভাতের কষ্ট করতে না হয়। বউ বলেছে , আর্জেন্টিনা হারবে না সেটা তিনি নিশ্চিত। কিন্তু যদি কোনো ম্যাচ হারে সেদিন নাকি চুলা বন্ধ !’
তিনি আরো লিখেছেন, ‘আমরা খুবই ভয়ে আছি। কারণ আমরা শুধু না যারা খেলা বুঝে তারা সবাই জানে যে আর্জেন্টিনা ঠিক প্রথম রাউন্ড পার করতে পারবে কি না সন্দেহ ! পোলা রে হয়তো মায়া করে খেতে দিতে পারে, কিন্তু…! আল্লাহ সহায়!’
উল্লেখ্য, বিনোদন সাংবাদিক হিসেবে পরিচিত তানভীর তারেক। তবে তার জনপ্রিয়তা বহুমুখী। তিনি বিভিন্ন রেডিও এবং টেলিভিশন অনুষ্ঠান সঞ্চালনা করেছেন। বাংলাদেশ শোবিজে মিউজিক কম্পোজিশন ও গীতিকার হিসেবেও খ্যাতি রয়েছে এই গুণী সাংবাদিকের।