Home / মিডিয়া নিউজ / ‘আমি সংসারের জন্য পাগল, ঝুঁকি নিতে চাচ্ছি না’

‘আমি সংসারের জন্য পাগল, ঝুঁকি নিতে চাচ্ছি না’

সুজানা জাফর মডেল ও অভিনেত্রী। নাটকে অভিনয়, বিজ্ঞাপনচিত্রের কাজ, মিউজিক ভিডিওর শুটিং

এসব নিয়েই ব্যস্ত অভিনেত্রী। ইতিমধ্যে পেয়েছেন চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব। সংগীতশিল্পী ও সংগীত

পরিচালক হৃদয় খানের সঙ্গে বিচ্ছেদের পর গত আড়াই বছর একাই ছিলেন সুজানা জাফর।

সুজানার ভাবনার বদল হয়েছে। তিনি আবার বিয়ের কথা ভাবছেন। ইতালির পার্লিমো থেকে জানিয়েছেন তিনি। তবে এবার আর নিজের পছন্দে নয়, পরিবারের পছন্দের পাত্রকে জীবনসঙ্গী হিসেবে চাইছেন।

সুজানা গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাতে বলেন, ’আমি কিন্তু সংসার করতে চাই। আমি সংসারের জন্য পাগল। কিন্তু কপাল খারাপ হলে যা হয়! তাই এবার আর নিজে ঝুঁকি নিতে চাচ্ছি না। পরিবারকে বলেছি। তাঁরাই দেখছেন। ভেবেছি প্রবাসী পাত্রকে বিয়ে করব। বিয়ের পর বিদেশে চলে যাব। দেশে থাকতে ইচ্ছা হচ্ছে না।’

পাত্র হিসেবে কেমন ছেলেকে পছন্দ সুজানার? বললেন, ’অঢেল টাকার মালিক হতে হবে, এমনটা নয়। আমি জীবনসঙ্গী হিসেবে এমন একজন মানুষকে চাই, যার থাকবে সুন্দর একটা মন। সৎ হতে হবে এবং যে আমাকে বুঝবে, সম্পর্ক আর সংসারের প্রতি শ্রদ্ধাশীল হবে।’

২০০৬ সালে ঢাকার একটি বায়িং হাউসের কর্মকর্তা ফয়সাল আহমেদকে প্রথম বিয়ে করেন সুজানা। এরপর সংগীতশিল্পী ও সংগীত পরিচালক হৃদয় খানের ভালোবাসায় সাড়া দিয়ে ২০১৪ সালের আগস্টে একেবারে ঘরোয়া পরিবেশে বিয়ে করেন। চার বছর প্রেমের পর সংসার শুরুর মাস তিনেকের মাথায় তাঁদের মধ্যে মনোমালিন্য শুরু হয়। আট মাসের মাথায় তাঁরা বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেন। সুজানার প্রথম বিয়ে টিকেছিল মাত্র চার মাস।

Check Also

আমি নায়িকা ছিলাম, নায়িকা হয়েই মরবো: নূতন

ঢাকাই সিনেমার সোনালি যুগের জনপ্রিয় অভিনেত্রী নূতন। দীর্ঘ ক্যারিয়ারে মূল থেকে পার্শ্ব চরিত্র; তিন শতাধিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *