





এডুকেশন কার্নিভাল ২০১৮’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর নির্বাচিত হলেন ছোট ও বড় পর্দার জনপ্রিয়






অভিনেতা সিয়াম আহমেদ। একটু আগে সিয়াম নিজেই জানিয়েছেন সে কথা। তিনি বেশ উচ্ছ্বসিত






হয়ে নিজের ফেসবুক পেইজে একটি ছবি পোস্ট করে ভক্তদের এই সুখবরটি দেন। তিনি সেখানে লিখেছেন, ‘শিক্ষা প্রচার করতে আমি অনেক পছন্দ করি।’






প্রিয় অভিনেতার এ বিশাল প্রাপ্তিতে ভক্তরাও উচ্ছ্বাস প্রকাশ করছেন। আসুন, এবার চোখ রাখা যাক ভক্তদের মন্তব্যের দিকে। শামীম হাসান সরকার নামে একভক্ত লিখেছেন, ‘ ভাইয়া আমাদের সবার উচিৎ এটা করা। এগিয়ে যাও।’ রোকশানা আফরোজ সোহেল নামে আরেক ভক্ত লিখেছেন, ‘মাশাআল্লাহ্ তুমি অনেক বড় হবে সিয়াম।’
সুমাইয়া আফরিন অপরাজিতা নামে আরেক ভক্ত লিখেছেন, ‘অনেক অভিনন্দন। এভাবে এগিয়ে যাও ভাইয়া।’ মোফাজ্জেল হোসাইন বাবু নামে আরেক ভক্ত লিখেছেন, ‘অভিনন্দন সিয়াম ভাইয়া।’
উল্লেখ্য, বর্তমানে সিয়াম ব্যস্ত আছেন তার তৃতীয় চলচ্চিত্র ‘দহন’-এর পূর্ব প্রস্তুতি নিয়ে। আগামী ১০ মে শুরু হতে যাচ্ছে ‘দহন’র কাজ। সিয়াম ছাড়া এতে অভিনয় করছেন দুই নায়িকা পূজা চেরি ও দেশের ছোট পর্দার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন।