Home / মিডিয়া নিউজ / যে কারণে আসিফের সঙ্গে বৃষ্টিতে ভিজলেন আঁখি আলমগীর

যে কারণে আসিফের সঙ্গে বৃষ্টিতে ভিজলেন আঁখি আলমগীর

তখন ঠিক টিপ টিপ বৃষ্টি ছিল। তবে তার সঙ্গে গানও ছিল। কীভাবে? খুব সহজ। বৃষ্টিতে ভিজে গান

করেছেন দুই শিল্পী। বৃষ্টির সঙ্গে গানের কথা ও সুর মিলে গানটির নাম হয়েছে ‘টিপ টিপ বৃষ্টি’। আর

সেই কারণেই কণ্ঠশিল্পী আসিফ আকবরের সঙ্গে বৃষ্টিতে ভিজলেন আঁখি আলমগীর। গানটি গেয়েছেন আসিফ ও আঁখি দুইজনেই।

গানের কথা, সুর ও সংগীতায়োজন করেছেন সংগীতিশিল্পী তরুন মুন্সী। গানের একটি মিউজিক ভিডিও প্রকাশ করতে যাচ্ছে ধ্রুব মিউজিক স্টেশন। সম্প্রতি পুবাইলে শেষ হয়েছে গানের শুটিং। এটি পরিচালনা করেন ভাস্কর জনি।

গান ও মিউজিক ভিডিও নিয়ে আসিফ বলেন, ‘আমার ও আঁখির প্রায় সব গানই শ্রোতারা গ্রহণ করেছেন। আবারও গাইলাম একসঙ্গে। এই গানটির কথাও সুন্দর, সুর হয়েছে চমৎকার। ভিডিওতেও আমরা আছি। আশা করি, এবারও ভক্তরা আমাদের কাজ পছন্দ করবে।’

আঁখি আলমগীর বলেন, ‘আসিফ ভাইয়ের গায়কীতে আলাদা একটা ব্যাপার আছে। তাই আশা করছি এবারও দারুণ কিছু হবে। আর বেশি কিছু বলব না। শ্রোতারাই বিচার করবেন।’ ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেল থেকে ২ এপ্রিল (সোমবার) প্রকাশ পাবে গানটি।

Check Also

আমি নায়িকা ছিলাম, নায়িকা হয়েই মরবো: নূতন

ঢাকাই সিনেমার সোনালি যুগের জনপ্রিয় অভিনেত্রী নূতন। দীর্ঘ ক্যারিয়ারে মূল থেকে পার্শ্ব চরিত্র; তিন শতাধিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *