Home / মিডিয়া নিউজ / কেমন ছিলেন নায়িকা মৌসুমীর বাবা?

কেমন ছিলেন নায়িকা মৌসুমীর বাবা?

নজরকাড়া গ্ল্যামার আর সাবলীল অভিনয় নৈপুণ্যে ঢালিউডে দুই যুগেরও বেশি সময় ধরে নিজের

তারকাখ্যাতি ধরে রেখেছেন মৌসুমী। অসংখ্য মানুষের প্রিয় এই অভিনেত্রীর বাবা

নাজমুজ্জামান মনি। ২০০৫ সালের ১৬ মার্চ পৃথিবী থেকে বিদায় নিয়েছেন তিনি।

কেমন ছিলেন নায়িকা মৌসুমীর বাবা? চিত্রনায়ক ওমর সানি জানালেন সে কথা। ওমর সানি বলেন, ‘তিনি আমার স্ত্রীর প্রিয় বাবা, আমার শ্বশুর। সেসব বাদেও তিনি আমার আপন হয়ে উঠেছিলেন, বন্ধু হয়ে আমাকে কাছে টেনে নিয়েছিলেন। তার ফ্যাশন সচেতনতায় আমি অবাক হতাম। তিনি আমার কাছে ফ্যাশন আইকনও বটে। অসম্ভব ভালো মানুষ ছিলেন আমার শ্বশুর।’

তিনি আরও বলেন, ‘সাতক্ষীরায় সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তার জন্ম। আমাদের সবাইকে কাঁদিয়ে ২০০৫ সালের ১৬ই মার্চ তিনি ইহজগৎ ত্যাগ করেন। আমি মহান রাব্বুল আলামিনের কাছে তার রুহের মাগফিরাত ও তাকে জান্নাতুল ফেরদৌস নসীবের আর্জি জানাচ্ছি। আপনারা, আপনাদের প্রিয় মৌসুমীর বাবার জন্য দোয়া করবেন। পাশাপাশি আমি, মৌসুমী, আমার দুই সন্তান যেন সুস্থ সুন্দর জীবন যাপন করতে পারি সে দোয়াও চাই। ’

ওমর সানি কিছুদিন আগেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। তার হার্টে রিং পরাতে হয়েছে। এখন তিনি বেশ সুস্থ আছেন। তিনি সবার কাছে নিজের জন্য দোয়া চেয়েছেন। পুরোপুরি সুস্থ হয়ে কাজে ফিরতে চান বলেও জানান।

Check Also

আমি নায়িকা ছিলাম, নায়িকা হয়েই মরবো: নূতন

ঢাকাই সিনেমার সোনালি যুগের জনপ্রিয় অভিনেত্রী নূতন। দীর্ঘ ক্যারিয়ারে মূল থেকে পার্শ্ব চরিত্র; তিন শতাধিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *