





আসছে ভালোবাসা দিবসের দিন এটিএন বাংলায় প্রচার হবে বিইউ শুভ নির্দেশিত বিশেষ নাটক ‘এক






টুকরো প্রেমের গল্প’। এই নাটকে মা-মেয়ের চরিত্রে অভিনয় করেছেন অরুণা বিশ্বাস ও মেহজাবিন চৌধুরী।






নাটকে একজন সংগীত শিল্পীর ভূমিকায় দেখা যাবে মেহজাবিন চৌধুরীকে এবং তার প্রেমিকের চরিত্রে দেখা যাবে জনিকে। একজন সংগীত পরিচালকের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে জিয়াউল ফারুক অপূর্বকে। এরইমধ্যে নাটকটির শুটিং শেষ হয়েছে রাজধানীর উত্তরার একটি শুটিং হাউজে।
নাটকটিতে অভিনয় প্রসঙ্গে অরুনা বিশ্বাস বলেন, এর গল্পটা সত্যিই চমৎকার। মা মেয়ের মধ্যকার সুন্দর একটা সম্পর্ক নাটকটির অনেকাংশেই তুলে ধরা হয়েছে। মেহজাবিনকে তো আমি খুউব পছন্দ করি। একজন জুনিয়র শিল্পীর সঙ্গে যেমন সম্পর্ক থাকা উচিত, তার সঙ্গে আমার তেমনই সম্পর্ক এবং এটা সত্যি যে মেহজাবিনকে আমার মেয়ের মতোই মনে করি। খুব মিষ্টি চেহারার একজন ভালো অভিনেত্রী সে। বেশ ভালো অভিনয়ও করে।
মেহজাবিন বলেন, অরুণা দিদি এদেশের একজন খ্যাতিমান অভিনেত্রী। তিনি আমাকে খুউব স্নেহ করেন। এই নাটকে আমাদের মা-মেয়ের অভিনয় আমি বেশ উপভোগ করেছি। আশা করি নাটকটি ভালো লাগবে দর্শকদের। বি ইউ শুভ জানান, আগামী ১৪ই ফেব্রুয়ারি রাত ৯টায় এটিএন বাংলায় প্রচার হবে নাটকটি। -এমজমিন