Home / মিডিয়া নিউজ / ক্ষুদে শিক্ষার্থীদের জুতো পরিয়ে অভিনেত্রীর এই অভিনব উদ্যোগ জানলে আপনিও উদ্বুদ্ধ হবেন!

ক্ষুদে শিক্ষার্থীদের জুতো পরিয়ে অভিনেত্রীর এই অভিনব উদ্যোগ জানলে আপনিও উদ্বুদ্ধ হবেন!

হ্যাঁ। শুধু ফ্রেন্ডশিপ মেসেজ বা সোশাল মিডিয়ায় ছবি পোস্ট করে নয়, অভিনেত্রী ঋতাভরী

চক্রবর্তী বন্ধুত্ব করলেন নিজের হাতে জুতো পরিয়ে। তার এই অভিনব কীর্তিকলাপ, যা জানলে আপনিও উদ্বুদ্ধ হবেন।

পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণার আমডাঙার স্কুল শিকিরা হাই স্কুল আসলে সর্বশিক্ষা অভিযানের অঙ্গ।

সেখানেই ঋতাভরী সব স্কুলছাত্রছাত্রীদের দিলেন স্পোর্টস শু। নিজের হাতেই পরিয়ে দিলেন। আর তারপর বললেন, সবাই মিলে একটা গ্রুপফি হয়ে যাক! চলো, সবাই বন্ধুত্বের হাত বাড়াই। পাশে থাকি।

অভিনেত্রীর কাছ থেকে উপহার পেয়ে দারুণ খুশি ক্ষুদেরাও। আর তাদের মিষ্টিমুখ করিয়ে ঋতাভরী বলেন, মিষ্টি হয়ে থেকো। বোঝা যাচ্ছে, সারা দিনটা বেশ হাসিঠাট্টায় কেটেছে ঋতাভরীর। নতুন বন্ধুদের সঙ্গে। খোকাখুকুরা যায়, নতুন জুতো পায়ে। না, এখনও উপহারটা হাতেই ধরা আছে!

ঋতাভরীকে ঘিরে উৎসাহের অন্ত নেই স্কুলের ছাত্রছাত্রীদের। জুতো পেয়ে ভারি খুশি কচিকাঁচারা গল্প জুড়ে দিল ঋতাভরীর সঙ্গে। কচিকাঁচাদের সঙ্গে দিব্য মেতেও ছিলেন ঋতাভরী।

Check Also

আমি নায়িকা ছিলাম, নায়িকা হয়েই মরবো: নূতন

ঢাকাই সিনেমার সোনালি যুগের জনপ্রিয় অভিনেত্রী নূতন। দীর্ঘ ক্যারিয়ারে মূল থেকে পার্শ্ব চরিত্র; তিন শতাধিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *