Home / মিডিয়া নিউজ / বস্তিতে কী করছেন এই অভিনেতা ?

বস্তিতে কী করছেন এই অভিনেতা ?

সজলকে প্রথমে দেখায় চেনার উপায় নেই! তিনি দাঁড়িয়ে আছেন ময়লা বস্তিতে। এলোমেলো লম্বা

চুল, পরনে জোড়াতালি দেয়া ময়লা শীতের পোশাক, দলাপাকানো ছেঁড়া লুঙ্গি।

শীত নিবারণের জন্য চটের বস্তা দিয়ে শরীর ঢেকেছেন। ঠিক রাস্তার পাগলের মতো। দেখে মনেই হতে পারে, আবদুন নূর সজল কি পাগল হয়ে গেছেন? জনপ্রিয় অভিনেতাকে এমন দেখাচ্ছে কেন?

বস্তিতে কী করছেন এই অভিনেতা ? জানার চেষ্টা করলে একগাল হাসি দিয়ে সজল বলেন, ‘ভেলকি’ নামের একটি নাটকে পাগল চরিত্রে অভিনয় করছি। সেজন্য এমন লুক এবং গেট আপ নিতে হয়েছে। রাজধানীর এয়ারপোর্টের কাছাকাছি শেওড়া এলাকায় শুটিং করছি। মঙ্গলবার থেকে শুটিং শুরু হয়েছে।

তিনি বলেন, এর আগে মানসিক রোগীর চরিত্রে অভিনয় করলেও এমন পুরোপুরি মহল্লা কিংবা বস্তির নিরেট পাগলের চরিত্রে অভিনয় করিনি। এই চরিত্রে কাজ করতে পেরে একটু আলাদা ফিলিংস কাজ করছে। সজল বলেন, সবাই আমাকে রোমান্টিক নায়ক বলে থাকে। দর্শকদের ধারণা পালটে দিয়েই ইদানীং নতুন নতুন চরিত্রে কাজ করছি।

ভেলকি নাটকটি নির্মাণ করছেন শরিফুল ইসলাম শামীম। নাটকে সজলের বিপরীতে অভিনয় করছেন মৌসুমী হামিদ। এর আগে সজল-মৌসুমী রূপের গন্ধে অন্ধ চাতক নাটকে ভিক্ষুক দম্পতির চরিত্রে হাজির হয়েছিলেন। সজল বলেন, আমার ব্যতিক্রমী বেশিরভাগ নাটকে কাকতালীয়ভাবে মৌসুমীকে পাই। আশা করছি এই কাজটিও ভাল হবে। ভেলকি নাটকের নির্মাতা জানান, শিগগির নাটকটি একটি বেসরকারি চ্যানেলে প্রচারিত হবে।

Check Also

আমি নায়িকা ছিলাম, নায়িকা হয়েই মরবো: নূতন

ঢাকাই সিনেমার সোনালি যুগের জনপ্রিয় অভিনেত্রী নূতন। দীর্ঘ ক্যারিয়ারে মূল থেকে পার্শ্ব চরিত্র; তিন শতাধিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *