Home / মিডিয়া নিউজ / তারা অপেক্ষায় থাকে কখন কার বাজে নিউজ আসবে : ভাবনা

তারা অপেক্ষায় থাকে কখন কার বাজে নিউজ আসবে : ভাবনা

একটি শীর্ষ স্থানীয় অনলাইন পোর্টালে শনিবার মডেল-অভিনেত্রী আশনা হাবিব ভাবনার একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়।

এ নিয়ে ফেসবুকসহ সামাজিক গণমাধ্যমে ভাবনাকে নিয়ে সমালোচনা শুরু হয়ে যায়। তাকে উদ্দেশ্য করে নানা

কটু বাক্য ছুড়ে দেয়া হয়। মূলত ব্রান্ড প্রসঙ্গে ভাবনার করা একটি মন্তব্যকে ঘিরেই নড়েচড়ে বসেন নেটিজেনরা।

বুধবার ফেসবুকে একটি স্ট্যাটাসে ভাবনা দাবি করেন, সাক্ষাৎকারে তার বক্তব্য কিছুটা ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। যা পরে ঠিক করা হয়। এজন্য তিনি সংশ্লিষ্ট অনলাইনকে ধন্যবাদ জানিয়েছেন।

কালকে একটা ভুল নিউজ যখন আসলো তখন আমি শ্যুটিংয়ে। দেখতে দেখতে দেরি হয়ে গেল…আমার কথাগুলো ভুল করে লিখেছে। যা বলেছি তার কোনোটাই ঠিকঠাক লেখে নাই। যাই হোক যখন কোনো খুশির সংবাদ আসে তখন দেখি না কাউকে ফোন করতে।

আমার কিছু সহকর্মীদের মন্তব্য দেখে আমার হাসি পেল। তারা যেন অপেক্ষায় থাকে কখন কার বাজে নিউজ আসবে।

Check Also

আমি নায়িকা ছিলাম, নায়িকা হয়েই মরবো: নূতন

ঢাকাই সিনেমার সোনালি যুগের জনপ্রিয় অভিনেত্রী নূতন। দীর্ঘ ক্যারিয়ারে মূল থেকে পার্শ্ব চরিত্র; তিন শতাধিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *