Home / মিডিয়া নিউজ / উর্বশীর ৪০ কেজি ওজনের শাড়ি, দাম সাড়ে ৭২ লাখ টাকা!

উর্বশীর ৪০ কেজি ওজনের শাড়ি, দাম সাড়ে ৭২ লাখ টাকা!

উর্বশী রাউটেলা, ‘লাভ ডোজ’ গানের মিউজিক ভিডিওতে মডেল হয়ে নজরে আসেন।

এরপর সিং সাব দ্য গ্রেট, সানাম রে, গ্রেট গ্র্যান্ড মাস্তি এবং কাবিল সিনেমায় রূপের জ্যোতি ছড়িয়েছেন।

মোটামুটি গাউন অথবা স্বল্প পোশাকে বিভিন্ন অনুষ্ঠানে হাজির হয়ে সবাইকে চমকে দেন তিনি।

তবে এবার ৫৫ লাখ রুপি মূল্যের একটি শাড়ির জন্য আলোচনায় এসেছেন উর্বশী। যা বাংলাদেশি প্রায় সাড়ে ৭২ লাখ টাকার মতো।

সম্প্রতি একটি শাড়ি বায়না করেন উর্বশী। যার মূল্য ৫৫ লাখ রুপি। সোনালী নকশা করা এই শাড়ির ডিজাইনার ফারাহ খান আলী। এই শাড়ির ওজনও কিন্তু নেহায়েত কম নয়। প্রায় ৪০ কেজি। শুধু তাই নয়, ২৮ লাখ রুপি মূল্যের গহনাও বায়না করেন এ অভিনেত্রী।

আগামী মাসে উর্বশীর কাজিনের বিয়ে। ভারতের উত্তরখন্ডে হবে অনুষ্ঠান। এর জন্যই উর্বশীর এ আয়োজন। উর্বশী অভিনীত পরবর্তী সিনেমা হেট স্টোরি-ফোর। ভূষণ কুমার ও বিক্রম ভাট প্রযোজিত সিনেমাটি পরিচালনা করছেন বিশাল পান্ডে, আগামী বছর ছবিটি মুক্তি পাবে।

Check Also

আমি নায়িকা ছিলাম, নায়িকা হয়েই মরবো: নূতন

ঢাকাই সিনেমার সোনালি যুগের জনপ্রিয় অভিনেত্রী নূতন। দীর্ঘ ক্যারিয়ারে মূল থেকে পার্শ্ব চরিত্র; তিন শতাধিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *