Home / মিডিয়া নিউজ / ঠিক বুঝলাম না, এখানে আমার দোষ কোথায়: শাকিব খান

ঠিক বুঝলাম না, এখানে আমার দোষ কোথায়: শাকিব খান

রাজনীতি ছবির একটি দৃশ্যে প্রেমিকাকে নিজের ফোন নম্বর দেন ছবির নায়ক শাকিব খান। বাস্তবে সেই নম্বরটি ব্যবহার করেন হবিগঞ্জের ইজাজুল মিয়া।

গত রোববার শাকিবের নামে মামলা করেছেন ইজাজুল। অভিযোগ, সিনেমায় তাঁর নম্বর ব্যবহার করায় ইজাজুলের ব্যক্তিজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। তাঁর সংসার ভাঙতে বসেছে। এর ক্ষতিপূরণ চান তিনি। মামলা যখন করা তখন শাকিব ছিলেন দেশের বাইরে।

সর্বশেষ গত মাসের শুরুতে ‘চিটাগাইংয়া পোয়া নোয়াখাইল্ল্যা মাইয়া’ ছবির শুটিং ও এফডিসিতে ‘আমি নেতা হবো’ ছবির আইটেম গানে দেখা গিয়েছিল শাকিব খানকে। এরপর উড়াল দেন ভারতে। ১২ অক্টোবর থেকে মাসজুড়ে ভারতের বিভিন্ন লোকেশনে ‘চালবাজ’ ছবির শুটিং সেরে গত ৩০ অক্টোবর রাতে ঢাকায় ফিরেছেন শাকিব খান।

ঢাকায় ফেরার পর মামলার বিষয়ে জানতে চাইলে ঢাকাই ছবির এই সুপারস্টার বলেন, আমি একজন অভিনেতা। আমাকে পরিচালক যেভাবে নির্দেশনা দিয়েছে সেভাবেই আমি ছবিতে সংলাপ বলেছি। এ ছবির স্ক্রিপ্ট অনুযায়ী সংলাপ প্রদান করা হয়েছে। আর ছবিটি অনেকদিন আগে মুক্তি পেয়েছে। এখানে আমার দোষ কোথায়। আমি ঠিক বুঝলাম না। মামলার বিষয়টি তো ছবির পরিচালক বা প্রযোজক দেখবেন। আমার দেখার কথা না। এটা নিয়ে এর বেশিকিছু আমার বলার নেই।

এদিকে জানা গেছে, কদিন বিশ্রাম শেষে বর্তমানে আবার ব্যস্ত হতে যাচ্ছেন শাকিব। ছবির শুটিংয়ের পাশাপাশি শাকিবের ক্যারিয়ারে যোগ হতে যাচ্ছে নতুন পালক। দীর্ঘদিন পর শাকিব খান একটি কর্পোরেট কম্পানির সঙ্গে যুক্ত হতে যাচ্ছেন বলে একটি বিস্বস্ত সূত্র জানিয়েছে।

এই কর্পোরেট কম্পানির সঙ্গে আনুষ্ঠানিকভাবে কাজ করবেন আজ শনিবার। শাকিবের ঘনিষ্ট সূত্র বলছে, আজ রাজধানীর ঈশা খাঁ হোটেলে দুপুর ১২ টায় অনুষ্ঠানে হাজির থাকবেন শাকিব। এ সময় মামলা নিয়েও মুখ খুলবেন শাকিব খান। এ বিষয়ে তাঁর অবস্থা ব্যখ্যা করতে পারেন শাকিব।

Check Also

আমি নায়িকা ছিলাম, নায়িকা হয়েই মরবো: নূতন

ঢাকাই সিনেমার সোনালি যুগের জনপ্রিয় অভিনেত্রী নূতন। দীর্ঘ ক্যারিয়ারে মূল থেকে পার্শ্ব চরিত্র; তিন শতাধিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *