Home / মিডিয়া নিউজ / স্কুলের পর আর পড়াশোনা করতে পারেনি : দীপিকা

স্কুলের পর আর পড়াশোনা করতে পারেনি : দীপিকা

পদ্মাবতী ছবি থেকে শুরু করে তার ডিপ্রেশনের বিষয়টি নিয়ে এখন এমনিতেই শিরোনামে রয়েছেন

বলি-ডিভা দীপিকা। তার ওপর তার একটি বক্তব্যকে ঘিরেই সেই গুঞ্জন আরও ছড়িয়ে পড়েছে বিনোদন জগতে।

প্রেমের সম্পর্ককে জটিল মনে করেন ত্রিশোর্দ্ধ এই অভিনেত্রী। পাশাপাশি কোরিয়ারে সবসময় নম্বর

ওয়ানে থাকাও যে অসম্ভব তাও জানেন তিনি। আর এসব প্রসঙ্গে কথা বলতে গিয়েই তিনি জানালেন অনেকের অজানা সেই তথ্য।

কি সেই তথ্য?

মডেলিং-এর দুনিয়ায় নিজেকে প্রমাণ করার জন্য, নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে দ্বাদশ শ্রেণি পর্যন্তই পড়াশোনা করেছিলেন তিনি। বেঙ্গালুরু থাকাকালীন তাকে বহুবার কাজের জন্য কখনও মুম্বাই তো কখনও দিল্লি যেতে হয়েছে।

কলেজে উঠে পড়াশোনা চালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু তিনি পারেননি। ডিসট্যান্স এডুকেশনও করতে চেয়েছিলেন। তাও করহে উঠতে পারেননি। তাই তিনি স্পষ্ট জানান, তিনি স্কুলের পর আর পড়াশোনা করতে পারেননি, আর এই নিয়ে তার বাবা-মা-এর অনেক ক্ষোভ ছিল।

প্রসঙ্গত, সঞ্জয় লীলা বনশালির পদ্মাবতী ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন দীপিকা। সব ঠিক থাকলে ছবিটি মুক্তি পাবে আগামী ১ ডিসেম্বর।

Check Also

আমি নায়িকা ছিলাম, নায়িকা হয়েই মরবো: নূতন

ঢাকাই সিনেমার সোনালি যুগের জনপ্রিয় অভিনেত্রী নূতন। দীর্ঘ ক্যারিয়ারে মূল থেকে পার্শ্ব চরিত্র; তিন শতাধিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *