Home / মিডিয়া নিউজ / দুবাইতে আমি জুব্বা পরেই গিয়েছিলাম : অনন্ত জলিল

দুবাইতে আমি জুব্বা পরেই গিয়েছিলাম : অনন্ত জলিল

সেদিন ‘বুর্জ আল আরব’ এ ২৮ তলায় ফ্রান্স রেস্টুরেন্টে ফ্রান্সের বায়ারদের সঙ্গে বিজনেস মিটিং

ও ডিনারের আয়োজন ছিল। সেখানে ড্রেস কোড নির্দিষ্ট থাকার কারণে সেখানে জুব্বা পরে যাইনি। জানালেন ব্যবসায়ি ও চিত্রনায়ক অনন্ত জলিল।

শনিবার রাতে নিন্দুকদের সমালোচনার জবাব এভাবেই নিজের ফেসবুকের মাধ্যমে দিলেন তিনি।

সম্প্রতি স্ত্রী বর্ষা, ছেলে আরিজসহ দুবাই বেড়াতে গিয়েছিলেন অনন্ত জলিল। গেল দেড় মাস ধরে ইসলামের প্রচারণায় ব্যস্ত থাকায় বেশির ভাগ সময়ই তাকে জুব্বা পরা অবস্থায় দেখা গেছে। কিন্তু দুবাইতে যাবার পর সেখানকার বুর্জ আল আরব হোটেলে অবস্থানকালে গেলো ৭ সেপ্টেম্বর ১৪টি ছবি তিনি ফেসবুকে আপলোড করেন। এসব ছবিতে তাকে ছাড়াও স্ত্রী চিত্রনায়িকা বর্ষা ও তার সন্তানকে দেখা যায়।

আর এ ছবিগুলোতে দেখা গেছে, অনন্ত টি-শার্ট, গেঞ্জির ওপর ব্লেজার পরে আছেন। তবে তিনটি ছবিতে পাগড়ি ও জুব্বা পরিহিত রয়েছেন। তিনটি ছবি তার স্ত্রীর।
ওই ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হবার পর থেকেই কেন অনন্ত পাগড়ি ও জুব্বা ছাড়লেন এ নিয়ে বিতর্ক তৈরি হয়।

তবে অনন্ত ভক্তরা সমালোচনার জবাব দিয়ে বলছিলেন, একজন মুসলমানের পোশাকে কিবা এসে যায়। তিনি ঠিক মতো ইবাদত করছেন কিনা সেটাই দেখার বিষয়।
সমালোচনার বিষয়ে এতদিন চুপ থাকলেও এবার নিজেই সব বিতর্কের জবাব দিলেন অনন্ত।

Check Also

আমি নায়িকা ছিলাম, নায়িকা হয়েই মরবো: নূতন

ঢাকাই সিনেমার সোনালি যুগের জনপ্রিয় অভিনেত্রী নূতন। দীর্ঘ ক্যারিয়ারে মূল থেকে পার্শ্ব চরিত্র; তিন শতাধিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *