





কখনও তাদের ঝগড়ায় দুভাগ হয়ে যায় বলিউড কখনও বা তাদের গদগদ বন্ধুত্বে গলে যায় সব তিক্ততা।






তারা বলিউডের দুই সুপারস্টার শাহরুখ-সালমান। আপাতত তাদের বন্ধুতাই খবরের শিরোনামে।






কিছুদিন আগেই সালমানকে একটি মার্সিডিজ গাড়ি উপহার দিয়েছিলেন শাহরুখ। এবার পালা সাল্লু মিঞার। তবে সালমান একা শাহরুখকে নয়, উপহার দিলেন শাহরুখ পুত্র আরিয়ান ও কন্যা সুহানাকেও। জানেন কি সেই উপহার?
দু’দিন আগেও তাদের ঝগড়ায় অতিষ্ঠ হয়ে উঠেছিল সবাই। একে অপরের সামনেও আসতেন না তারা। সালমানের বোন অর্পিতার বিয়ের সময় থেকেই গলতে থাকে বরফ। অর্পিতাকে নিজের বোনের মতো ভালবাসেন শাহরুখ। তাই তার বিয়েতে হাজির না হয়ে পারেননি তিনি। আর সেখান থেকেই সব তিক্ততা মিটিয়ে ফেলেন শাহরুখ- সালমান। এরপরই আশায় বুক বাঁধতে শুরু করেছিল শাহরুখ-সালমানের ফ্যানেরা।
‘করণ অর্জুন’, ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘হাম তুমহারে হ্যায় সনম’ ছবির পর হয়তো আরও একবার একসঙ্গে বড়পর্দায় ফিরবেন তারা। ফ্যানেদের সেই সাধ কিছুটা হলেও পূরণ করার চেষ্টা করেন দুজনেই। সলমন খানের ‘টিউবলাইট’-এ একটি ক্যামিও রোলে অভিনয় করেন শাহরুখ। কিন্তু তা যেন ছিল দইয়ের স্বাদ ঘোলে মেটাবার মতো।
এবার আবার আনন্দ এলো রাইয়ের পরবর্তী ছবি, যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করছেন শাহরুখ, সেখানে ক্যামিও রোলে দেখা যাবে সাল্লু মিঞাকে। শাহরুখ যেমন ‘টিউবলাইটে’র জন্য কোন পারিশ্রমিক নেননি তেমনি শাহরুখের ছবিতে ক্যামিও করে সলমনও কোন পারিশ্রমিক নিতে চাননি।
তাই তাকে একটি মার্সিডিজ গাড়ি উপহার দিয়েছিলেন শাহরুখ। এবার সালমান তার বিং হিউম্যানের ই-সাইকেল গিফট করলেন শাহরুখ, আরিয়ান ও সুহানাকে। কিং খানের বাড়িতে এসে এই উপহার দিয়ে যান সালমান। এই নতুন উপহার পেয়ে খুবই উচ্ছ্বসিত শাহরুখ।
শাহরুখের ছবি ছাড়াও ‘জুড়ুয়া ২’-ছবিতে একটি ক্যামিও চরিত্রে দেখা যাবে সালমান খানকে। কিছুদিন আগেই বরুণ ধাওয়ানের সঙ্গে সেই দৃশ্যের শুট করেন সালমান। পরের মাস থেকে শুরু হতে চলেছে রিমো ডিসুজার পরের ছবির শুটিং। এই প্রথম কোন ডান্সারের চরিত্রে অভিনয় করবেন সালমান। এখনও অবধি ছবির নাম প্রকাশ না হলেও শোনা যাচ্ছে ছবির নাম হতে চলেছে ‘ডান্সিং ড্যাডি’। সংবাদ প্রতিদিন