Home / মিডিয়া নিউজ / স্বামীকে সঙ্গে নিয়ে ছবি প্রকাশ করলেন হ্যাপী

স্বামীকে সঙ্গে নিয়ে ছবি প্রকাশ করলেন হ্যাপী

এক সময়ের আলোচিত ও সমালোচিত অভিনেত্রী ছিলেন নাজনীন আক্তার হ্যাপী। ক্রিকেটার রুবেলের

সাথে সম্পর্ক নিয়েও কম জলঘোলা হয়নি। এরপর হঠাৎই শোবিজ দুনিয়া থেকে হারিয়ে গেলেন। বেছে

নেন ধর্মকর্মের পথ। এরপর থেকে অমূল পরিবর্তন। এক সময়ের আলোচিত অভিনেত্রী এখন হিজাবী ও ধর্মপরায়ণ নারী।

রুবেলের সাথে ফেলে আসা অতীত স্মৃতিকে মুছে ফেলে আবার নতুন করে জীবন শুরু করেছেন হ্যাপী। মিরপুর মাদ্রাসার এক শিক্ষককে বিয়ে করেছেন হ্যাপী। বিয়ের পর এই প্রথম দু’জনের ছবিও পোস্ট করলেন ফেসবুকে! তবে তা আবার পিছন থেকে তোলা ছবি। কারো মুখই দেখা যাচ্ছে না। তবে সেই পোস্টে স্বামী সম্পর্কে কিছুই বলেননি হ্যাপী।

এর আগে হ্যাপীর বিয়ে নিয়ে তার বোন বলেছিলেন, ‘আপুর সুন্নত তরিকায় বিয়ে সম্পন্ন হয়েছে। হ্যাপির বর মিরপুরের এক মাদ্রাসায় শিক্ষকতা করেন। বিয়ের সময় দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।’

Check Also

আমি নায়িকা ছিলাম, নায়িকা হয়েই মরবো: নূতন

ঢাকাই সিনেমার সোনালি যুগের জনপ্রিয় অভিনেত্রী নূতন। দীর্ঘ ক্যারিয়ারে মূল থেকে পার্শ্ব চরিত্র; তিন শতাধিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *