





আবারো কন্যা সন্তানের মা হলেন জনপ্রিয় চিত্র নায়িকা মৃদুলা আহমেদ রেসি। গতকাল রাতে






রাজধানীর ধানমণ্ডির ইবনে সিনা হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দেন তিনি।






বৃস্পতিবার রেসির স্বামী পান্থ শাহরিয়ার গণমাধ্যমের কাছে দ্বিতীয় কন্যা সন্তানের বাবা হওয়ার খবরটি নিশ্চিত করেন।
তিনি জানান, ইবনে সিনা হাসপাতালে রেসি এবং মেয়ে দুজনেই সুস্থ আছেন। সন্তানের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন শাহরিয়ার।
এর আগে ২০১৩ সালে ২২ জুলাই প্রথম কন্যাসন্তানের জন্ম দেন নায়িকা। এক জবান, স্বামী ভাগ্য, আমার স্বপ্ন আমার অহংকার প্রভৃতি সিনেমা দিয়ে জনপ্রিয়তা পান রেসি।