Home / মিডিয়া নিউজ / এই মিষ্টি মেয়েই এখন বাংলার সুপারহিট নায়িকা!

এই মিষ্টি মেয়েই এখন বাংলার সুপারহিট নায়িকা!

শুরুতেই ছোটপর্দায় ক্যরিয়ার শুরু হয়েছিল তার। প্রথম দর্শনেই বাংলার দর্শকদের মধ্যমনিতে পরিণত

হয়েছিলেন তিনি। সদ্য একুশে পা দেওয়া এই সুন্দরীর টানে বহু তরুণই সেই সময় মনপ্রাণ ঢেলে রবি ঠাকুরের গান শিখেছিলেন। সেই সাড়া জাগানো ধারাবাহিকটি শেষ হওয়ার পরে পরেই একটু অন্যধারার ছবি দিয়ে বাংলা ছবির জগতে আসেন নায়িকা। সেই ছবিটি খুব একটা জনপ্রিয় না হলেও পরের ছবিটি সুপারহিট।

তার পর আর ফিরে তাকাতে হয়নি মিমি চক্রবর্তীকে। অসম্ভব মিষ্টি একটা হাসি, প্রাণোচ্ছল ব্যক্তিত্ব এবং অভিনয়দক্ষতা রয়েছে তার মাঝে। এখন পর্যন্ত ১২টি ছবি করেছেন মিমি এবং তার মধ্যে ১০টিই হিট। আগামী ৭ অক্টোবর মুক্তি পেতে চলেছে পরবর্তী ছবি ‘গ্যাংস্টার’। পরিচালক বিরসা দাশগুপ্তের এই ছবি নিয়ে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে বিপুল আগ্রহ তৈরি হয়েছে। অরিজিৎ সিংয়ের কণ্ঠে ছবির গানও হিট। এখন অপেক্ষা শুধু মুক্তি পাওয়ার।

Check Also

আমি নায়িকা ছিলাম, নায়িকা হয়েই মরবো: নূতন

ঢাকাই সিনেমার সোনালি যুগের জনপ্রিয় অভিনেত্রী নূতন। দীর্ঘ ক্যারিয়ারে মূল থেকে পার্শ্ব চরিত্র; তিন শতাধিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *