Home / মিডিয়া নিউজ / ১৩ কোটি টাকা মুনাফা করে ‌‘পাগল মন’, এক টাকাও পাননি দিলরুবা

১৩ কোটি টাকা মুনাফা করে ‌‘পাগল মন’, এক টাকাও পাননি দিলরুবা

নব্বইয়ের দশকের পাড়া মহল্লা মাতানো গান পাগল মন। আর এই গানে গেয়ে সে সময় তুমুল

আলোচনায় আসেন কণ্ঠশিল্পী দিলরুবা খান। সম্প্রতি দিলরুবা খান এক সাক্ষাতকারে জানিয়েছিলেন

নিজের প্রাপ্তি- অপ্রাপ্তির কথা। টাকা পয়সার প্রতি তাঁর কোনো মোহ কখনোই ছিল না। কিন্তু তাই বলে নিজের প্রাপ্য পারিশ্রমিক ছেড়ে দেবেন? এমনটাই করেছেন দিলরুবা। পাগল মনের গানের ক্যাসেট আর পাগল সিনেমায় শুধু মুনাফা হয় ১৩ কোটি টাকা। সেখান থেকে একটাটাকাও কেউ দেয় নি।

দিলরুবা বলেছিলেন, টাকা পরের কথা ওরা আমার বাসায় একটা রজনীগন্ধার স্টিক কিংবা এক প্যাকেট মিষ্টি নিয়ে আসতো পারতো। কিন্তু না তারা সেটাও করে নি। হয়তো ভয়ে। হয়তো ভেবে বসবে আমি টাকা চেয়ে বসবো। কিন্তু অত ছোটলোক আমি নই।

ইতোমধ্যে ইন্টারভিউ প্রকাশ হয়ে গেছে। অনেক কথাই দিলরুবা সেদিন বলেছিলেন। যখন উঠে আসবো তখন দিলরুবা প্রশ্ন করে বসেন, আচ্ছা এটা শুনতে চাইবেন না যে আমি কতগুলো পুরস্কার পেয়েছি? আমি চোখে বিস্ময় এনে বললাম, আসলেই তো এটাও তো একটা প্রশ্ন। দিলরুবা উত্তর দিলেন, একটাও না।

মানে আপনি কোনো পুরস্কার পানি নি। দিলরুবা বলেন, না আমি জীবনেও একটিও পুরস্কার পাই নি। কেউ আমাকে পুরস্কার দেয় নি, আর আমি পুরস্কার চাইও না। আমি পুরস্কারের জন্য কাজ করি নি।। আমার ভাল লাগা থেকে কাজ করেছি। এই যে মানুষের বিশাল ভালোবাসা পেয়েছি, এটা কোনো এওয়ার্ড এর চেয়ে কম কিসে? মানুষের ভালোবাসাই আমার কাছে সবচেয়ে বড় পুরস্কার। -কালের কণ্ঠ

Check Also

আমি নায়িকা ছিলাম, নায়িকা হয়েই মরবো: নূতন

ঢাকাই সিনেমার সোনালি যুগের জনপ্রিয় অভিনেত্রী নূতন। দীর্ঘ ক্যারিয়ারে মূল থেকে পার্শ্ব চরিত্র; তিন শতাধিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *