





শরীরের অতিরিক্ত ওজন কমাতে চেয়েছিলন ঢাকাই সিনেমার নায়িকা জেনিফার। আর এতে তিনি






পড়েছেন সমস্যায়। ওজন কমানোর খেসারত এখন তাকে দিতে হচ্ছে হাসপাতালের বেডে শুয়ে শুয়ে।






গত রোববার জেনিঢার হঠাৎ শারীরিকভাবে দূর্বল হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসার নেয়ার পর এখন তিনি ভালো আছেন বলে জানা গেছে।
জেনিফারের পরবর্তী সিনেমা ‘মুসাফির-টু’। এ সিনেমার জন্য নিজেকে প্রস্তুত করতেই ডায়েট করছিলেন এই অভিনেত্রী। তারপরই শারীরিকভাবে দূর্বল হয়ে পড়েন তিনি। পরে বাধ্য হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছেন। তবে তার ৫ কেজি ওজন কমেছে বলে জানিয়েছেন এই চিত্রনায়িকা।
জেনিফার বলেন, ‘সিনেমার জন্য আমরা নায়িকারা কতটা কষ্ট করি তা বুঝানো মুশকিল। এ কথা অনেকে বিশ্বাসও করতে চায় না। ‘মুসাফির-২’ সিনেমার জন্য আমি ডায়েট শুরু করেছি। এ জন্য এমন ডায়েট করলাম যে, পৌঁছে গেলাম হাসপাতালের বিছানায়।’