Home / মিডিয়া নিউজ / নিজের মেয়ের জন্য সালমানের সন্তান চান রানী

নিজের মেয়ের জন্য সালমানের সন্তান চান রানী

দীর্ঘদিন পর হিচকি সিনেমার মাধ্যমে আবারো পর্দায় ফিরছেন রানী মুখার্জি। এর প্রচারণার জন্য সালমান

খানের ’বিগ বস’ অনুষ্ঠানটি বেছে নিয়েছেন তিনি। সম্প্রতি অনুষ্ঠানের পর্বটির শুটিং করেন সালমান-রানী।

ব্যক্তিগতভাবে তারা খুবই ভালো বন্ধু। আর সুযোগ পেলেই খুনসুটিতে মেতে ওঠেন। এদিও তার ব্যতিক্রম হয়নি।

বিগ বস’র এ পর্বটির সেটে উপস্থিত একজন সূত্র ভারতীয় একটি সংবাদমাধ্যমে বলেন, ’সবাই আশা করেছিলেন পর্বটি দারুণ হবে। এর শুটিংয়ে অনেক মজা হয়েছে। সিনেমার প্রচারণা করতে গিয়ে রানী বিয়ের প্রসঙ্গ টেনে সালমানের হিচকি তুলে দিয়েছেন। দুজন এ নিয়ে অনেক হাসাহাসি করেছেন।’

সূত্রটি আরো বলেন, ’রানী এখানেই থেমে থাকেননি বরং বলেছেন, সবাই সালমানকে বিয়ের কথা জিজ্ঞেস করে এখন তার উচিৎ বিয়ে ছাড়াই সরাসরি সন্তানের বাবা হওয়া। সালমান জানান, এটি বিয়ের চেয়ে ভালো বুদ্ধি। রানী আরো বলেন, তিনি চান সালমান বাবা হোক যেন আদিরা (রানীর মেয়ে) তার সঙ্গে খেলাধুলা করতে পারে এবং সন্তান এ অভিনেতার মতোই সুন্দর হবে। কিন্তু এর প্রেক্ষিতে সালমানের জবাব ছিল প্রস্তুত। এ অভিনেতা বলেন, যদি সন্তান মায়ের মতো হয় তাহলে কী হবে! এরপর দুজন হাসতে শুরু করেন। দর্শকরাও তাদের পুরো কথোপকথনে হাসিতে ফেটে পড়েন।’

কিছুদিন আগে মুক্তি পেয়েছে হিচকি সিনেমার ট্রেইলার। এতে ’টোরেটে সিনড্রম’ আক্রান্ত ন্যাইনা মাথুর নামের এক শিক্ষিকার চরিত্রে অভিনয় করেছেন রানী। সিদ্ধার্থ পি মালহোত্রা পরিচালিত সিনেমাটি মুক্তি পাবে আগামী ২৩ ফেব্রুয়ারি।

Check Also

আমি নায়িকা ছিলাম, নায়িকা হয়েই মরবো: নূতন

ঢাকাই সিনেমার সোনালি যুগের জনপ্রিয় অভিনেত্রী নূতন। দীর্ঘ ক্যারিয়ারে মূল থেকে পার্শ্ব চরিত্র; তিন শতাধিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *