





এদেশের যুব সমাজের কাছে পরিচিত নাম কন্ঠশিল্পী আসিফ আকবর। ও প্রিয়া তুমি কোথায়,






সংসার মানে টেলিভিশনে হুমায়ন স্যারের নাটক, বাঁচবো না মরে যাবো, ওপারে






চলে যাবো; এ সমস্ত গান দিয়ে মিডিয়ায় আলোচনায় তিনি।






বেশ কিছু দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সমাজের বিভিন্ন ইস্যুতে কথা বলতে
দেখা যাচ্ছে কুমিল্লার এই শিল্পীকে। তার বেশির লেখাই অন্যায় কিংবা সম্প্রতি বিষয় গুলো নিয়ে। তবে এবার সময়ের গুরুত্ব নিয়ে মুখ খুলেছেন তিনি। এমটিনিউজের পাঠকদের জন্য আসিফের পোস্টটি হুবহু তুলে ধরা হলো।
সেভেন হিল রেষ্টুরেন্ট শিল্পী মিউজিসিয়ানরা সবাই চেনেন। বাংলা মোটরের কাছে এই রেষ্টুরেন্টেই বেশীর ভাগ এ্যালবাম প্রকাশনা সহ সঙ্গীত সংক্রান্ত বিভিন্ন অনুষ্ঠানাদি হয়ে থাকে। প্রায়ই যেতে হয়, তাই ষ্টাফদের সাথে আমার একটা সখ্যতা গড়ে উঠেছে।
গত ষোল বছরে এ ধরনের বহু অনুষ্ঠানে যোগ দিয়েছি এবং সবার আগে পৌঁছে গিয়েছি সময়মত। মাঝে মাঝে যিনি দাওয়াত দিয়েছেন তারও আগে পৌঁছেছি ।
কাউকে না পেয়ে দিনের পর দিন ষ্টাফদের সাথে আড্ডা মেরে কাটিয়েছি। লাষ্ট একটা অনুষ্ঠানের যাওয়ার কথা সন্ধ্যা সাতটায়,আমি পৌঁছেছি ৬.৫৬ মিনিটে। অনুষ্ঠানের হোষ্ট এবং অতিথিরা এসেছেন আরো দেড় ঘন্টা পর। ষ্টাফরা আমাকে মায়া ভরা প্রশ্ন করলো- স্যার আপনি কি সারা জীবন সময় মেইনটেইন করে আগেই এসে বসে থাকবেন !! আমি বললাম- হ্যাঁ, সময় আমার জীবন,নিজের জীবন বাঁচাতেই আমাকে সময়মত আসতে হবে ।
টিনা মুশতারী প্রজন্মের প্রতিভাবান শিল্পীদের একজন, খুবই চমৎকার গায়, তার গায়কী আমার ভাল লাগে। গত ১৮ই এপ্রিল টিনার জন্মদিনের অনুষ্ঠান ছিলো সেভেনহিলে, চিত্র ছিলো একই। সে খুবই লজ্জিত এবং বিব্রত ছিলো, আমার নিজেরই খারাপ লেগেছে, গতকাল ফেসবুকের মাধ্যমে জেনেছি ওর মা আরো আগেই গত হয়েছেন, শুনে খুব খারাপ লাগলো, তাই তাকে নিয়ে দু’লাইন লেখা।
সেদিনের অনুষ্ঠানে সময়মত কেউ না আসায় দীপ্ত টিভিতে সুলতান সুলেমান দেখছিলাম। অটোমান সাম্রাজ্যের অধীন গ্রীসের শাসক সুলতান সুলেমানকে একটি ঘড়ি উপহার দিয়েছেন কাঁটা দেখে সময় জানার জন্য। সুলতান ধন্যবাদ জানিয়ে বললেন- ঘড়ির কাটা দেখে নষ্ট করার মত সময় আমার হাতে নেই, আমি সময়ের আগে চলি !!!!