





গত ২০ মার্চ মারা যান জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী পারভীন সুলতানা দিতি।






এ গুণী অভিনেত্রীর মৃত্যুতে অনেকে শোক প্রকাশ করেছেন। কিন্তু এক শ্রেণির মানুষ তার মায়ের মৃত্যু






নিয়ে শোক প্রকাশের নামে ব্যবসা করছেন বলে অভিযোগ তুলেছেন দিতি কন্যা লামিয়া চৌধুরী।






লামিয়ার ক্ষোভ, ‘ মাকে নিয়ে ব্যবসা বন্ধ না করলে আমি আরো কঠিন হব’।
ফেসবুকে লামিয়া এ ক্ষোভ জানিয়েছেন।
শুক্রবার দুপুরে এক স্ট্যাটাসে লামিয়া লিখেন, ‘আমি লক্ষ্য করছি, এখনও আমার ফেসবুক নিউজ ফিডে মায়ের ছবি হুমড়ি খেয়ে পড়ছে। সঙ্গে আছে বিস্তারিত। যার ১০ ভাগ হলো মাকে নিয়ে লেখা আর ৯০ ভাগ হলো তাদের কাজের প্রচারণা! যা অসংবেদনশীলতার প্রমাণ!’
তিনি লিখেন, ’একজন মিডিয়া ব্যক্তিত্ব হওয়ায় মায়ের জন্য এটা (শোক প্রকাশ) ঘটবে। কিন্তু কিছু মানুষ তোমাকে (দিতি) নিয়ে এখনও ব্যবসা করছেন, মৃত্যুর পরও!’
সাবধান করে দিয়ে লামিয়া লিখেন, ‘এভাবে মানুষকে পণ্য করা থামান। এ স্ট্যাটাস আপনার জন্য, যে আমার স্ট্যাটাসটি পড়ছেন। এবং তারপরও এ কাজটি যদি করেন, তাহলে আপনার জন্য ঘৃণা! তখন আমি আরও কঠিন হব।’
উল্লেখ্য, দীর্ঘদিন ক্যানসারের সাথে লড়াই করে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা যান দিতি। পরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে তাদের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে দিতি লামিয়া চৌধুরী ও দীপ্তকে রেখে যান।