Home / মিডিয়া নিউজ / আনন্ত জলিল খুঁজে পেলেন দুই জোড়া নতুন মুখ

আনন্ত জলিল খুঁজে পেলেন দুই জোড়া নতুন মুখ

বাংলাদেশের আলোচিত নায়ক ও প্রযোজক অনন্ত জলিল তার আগামী ছবি ‘অগ্রযাত্রার

মহানায়ক-দ্য স্পাই’-এর জন্য দুই জোড়া নতুন মুখ নির্বিাচ করেছেন।

এ ছাড়া এ ছবিটির অন্যান্য চরিত্রের জন্য পাওয়া গেল আরো ২০ জন নতুন মুখ। রোববার

সন্ধ্যায় রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার রাজদর্শন হলে অনুষ্ঠিত হলো প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে।

চলচ্চিত্রের অভিনয় শিল্পী প্রতিভা অন্বেষণে ‘মনসুন ফিল্মস ট্যালেন্ট হান্ট’ নামের কার্যক্রমটি শুরু হয় ২০১৫ সালের ৪ নভেম্বর। প্রায় তিন লাখ প্রতিযোগী এতে অংশগ্রহণ করে। প্রতিযোগিতার মাধ্যমে বিভিন্ন বিভাগে (নায়ক, নায়িকা, খলনায়ক, কমেডিয়ান, শিশুশিল্পী, বাবা-মা, সহশিল্পী) দক্ষ অভিনয়শিল্পীদের নির্বাচন করা হয়েছে।

‘অগ্রযাত্রার মহানায়ক-দ্য স্পাই’ ছবির নায়ক বিভাগে নির্বাচিত হয়েছেন শাহেদ ও সাবি্বর। নায়িকা বিভাগে সেরা হয়েছেন সারা ও মাহিন। এ ছাড়া অন্যান্য চরিত্রে আছেন রাসেল, রিয়াজ, নিক্সন ও মিল্টন (খলনায়ক), ডা. প্রিন্স ও এ্যানি (কমেডি), এষা ও রুশদী (শিশুশিল্পী), এস ইসলাম, ইউসুফ আলী, তৃপ্তি ও উম্মে সালমা (বাবা-মা), অং মারমা, নাশা, লাকি, মাসুদ রানা, মেহেদি, নিরব, আরমান ও অমৃতা (সহশিল্পী)।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক, এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান, প্রতিযোগিতার বিচারক গাজী মাজহারুল আনোয়ার, চিত্রনায়িকা বর্ষা এবং মনসুন ফিল্মসের চেয়ারম্যান ও চিত্রনায়ক অনন্ত জলিল।

Check Also

আমি নায়িকা ছিলাম, নায়িকা হয়েই মরবো: নূতন

ঢাকাই সিনেমার সোনালি যুগের জনপ্রিয় অভিনেত্রী নূতন। দীর্ঘ ক্যারিয়ারে মূল থেকে পার্শ্ব চরিত্র; তিন শতাধিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *