





দেশে ফিরছেন এক সময়ের সুপারহিট নায়িকা রোজিনা। ঢাকাই ছবির সোনালী যুগের এ নায়িকা






দীর্ঘদিন ধরে স্বপরিবারে বসবাস করছেন সুদূর লন্ডনে। নন্দিত এ অভিনেত্রী ঢাকায় আসছেন বৃহস্পতিবার।






দেশে ফেরার খবর তার পারিবারিক সূত্রে জানা গেছে। প্রায় এক বছরেরও বেশি সময় পর দেশে ফিরছেন তিনি। বৃহস্পতিবার বিকেলের ফ্লাইটে ঢাকায় পৌঁছবেন তিনি। দেশে ফিরে নতুন চলচ্চিত্র নির্মাণ করবেন বলে জানা গেছে।
প্রসঙ্গত, ১৯৭৭ সালে এফ কবীর চৌধুরীর ‘রাজমহল’ ছবিতে নায়ক ওয়াসিমের বিপরীতে অভিনয়ের মাধ্যমে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন রোজিনা। একে একে তিন শতাধিক ছবির সুপারহিট নায়িকা হিসেবে চির অম্লান হয়ে আছেন রোজিনা।