





আবার বিয়ে করলেন হাবিব ওয়াহিদ। আজ মঙ্গলবার বিকেলে হাবিব তার ফেসবুকে






পোস্ট করেছেন যে তিনি বিবাহিত। তিনি কখন বিয়ে করেছেন তা উল্লেখ করেননি।






বাবা ফেরদৌস ওয়াহিদও ছেলের বিয়ের বিবরণ জানেন না। তিনি এখন মুন্সিগঞ্জে বাড়িতে।






হাবিবের বিবাহ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেছিলেন, ‘আমি শুনেছি হাবিব বিবাহিত। ’
হাবিব তার ফেসবুক পোস্টে জানিয়েছেন, তাঁর স্ত্রীর পরিবারের নাম আফসানা চৌধুরী। এটি তাঁর তৃতীয় বিবাহ।
“প্রিয় ভক্তরা, আমি আমার ব্যক্তিগত জীবনে হঠাৎ ঘটে যাওয়া একটি ঘটনা আপনাদের সাথে ভাগ করে নিতে চাই,” হাবিব ফেসবুকে লিখেছেন।
আমি সম্প্রতি বিয়ে করেছি। স্ত্রীর নাম আফসানা চৌধুরী (শিফা)। আপনারা সবাই জানেন যে বিশ্ব মহামারীর কারণে পুরো বিশ্ব এখন খুব খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। তাই বিয়ের অনুষ্ঠানটি খুব সীমাবদ্ধ রাখা হয়েছে। ‘ফেসবুকে হাবিবের এই পোস্টের নীচে তাঁর ভক্তরা তাদের শুভকামনা জানিয়েছেন।
ঘটনাচক্রে, ২০০৩ সালে লুবাইনা নামের এক যুবতীর সাথে প্রথমবারের জন্য বিয়ে করেছিলেন হাবিব।
মনের মতবিরোধের কারণে অল্প সময়ে প্রেমের সেই বিয়ে ভেঙে যায়। তারপরে ২০১১ সালের ১২ ই অক্টোবর তিনি চট্টগ্রামের রেহানকে বিয়ে করেন। সেই পরিবারটি ১৯ জানুয়ারী, ২০১৭ এ ভেঙে যায়।