





আইকোনিক ফোকাস ডেস্কঃ সূদুর যুক্তরাষ্ট্র থেকে নিজের বিয়ের খবর জানালেন লাক্স তারকা নাফিজা






জাহান। শুক্রবার ফেসবুকে ঘোমটা টানা লাজুক হাসির একটি ছবি পোস্ট করে নাফিজা






ক্যাপশনে লিখেন ‘তোমার সঙ্গে দেখা না হলে, ভালবাসার দেশটা আমার দেখা হত না।’






কয়েক ঘণ্টা পর আরও একটি ছবি পোস্ট করে তিনি লিখেন, ‘চললে স্টাইলে চলি, নাইলে চলিই না’। এই ছবির সূত্র ধরেই খোঁজ নিয়ে জানা গেলো তার বিয়ের বিষয়টি।
যুক্তরাষ্ট্র থেকে তার ঘনিষ্ঠরা জানান, সম্প্রতি বিয়ের আনুষ্ঠানিকতা সেরে নিয়েছেন নাফিজা
শনিবার নতুন স্বামীর সঙ্গে আরও একটি ছবি পোস্ট করেন এই অভিনেত্রী। সেখানে স্পষ্ট করেই জানান তার বিয়ের কথা। আরও বলেন, ‘দ্বিতীয় বিয়ে জগতে এটাই প্রথম নয়।’
ছবির ক্যাপশনে নাফিজা লিখেন, যারা সবার বেলায় মনগড়া মন্তব্য করেন তারা আমার স্থানে নিজেকে বসিয়ে একবার চিন্তা করবেন চিন্তা রাখি। দ্বিতীয় বিবাহ জগতে এটাই প্রথম না। আলহামদুলিল্লাহ।’