Home / মিডিয়া নিউজ / এতই যদি পরহেজগার হন তো আমার পেজে আপনার কাজ কি : কনকচাঁপা

এতই যদি পরহেজগার হন তো আমার পেজে আপনার কাজ কি : কনকচাঁপা

বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী কনকচাঁপা একটা সময়ে বেশ দাপটের সাথেই তিনি তারে সংগীত ভুবন

মাতিয়ে রেখেছেন এবং বাংলা চলচ্চিত্রের বিভিন্ন গানের তার কন্ঠ রয়েছে তার ভক্ত অনুরাগীরা এখনো

তার গান শুনতে আগ্রহ প্রকাশ করেন কণ্ঠ দিয়ে তিনি হাজারো ভক্তের মনে জায়গা করে নিয়েছিলেন

এবং যার কারণে এখনও তার ভক্তরা তার থেকে নতুন নতুন কিছু আশা করে থাকেন

সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে তার স্ট্যাটাসে কয়েকজনের মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী কনকচাঁপা।

এসব মন্তব্যকারীদের ’বাজে কমেন্ট’ করা থেকে বিরত থাকতে সতর্ক করেছেন তিনি।

বিষয়টি নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে মঙ্গলবার এক দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন কনকচাঁপা। যেখানে তিনি সেসব নেটিজেনদের উদ্দেশে উপদেশ দিয়েছেন, পরহেজগার হলে তার পেজে না এসে সময়টা আল্লাহর ইবাদতে কাটাতে।

ক্ষোভ উগরে দেওয়া কণ্ঠশিল্পী কনকচাঁপার সেই স্ট্যাটাসটি পাঠকের উদ্দেশে তুলে ধরা হলো,

’প্রিয় ভাইবোনেরা,আসসালামুআলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। এটা আমার অফিসিয়াল এবং অফিসিয়ালি ভেরিফায়েড পেজ।

আমি একজন কণ্ঠশিল্পী। কণ্ঠশ্রমিক হিসেবে পরিচয় দেই।আমি আমার পরিবারের মূল্যবোধ কে সম্মান করি। আমার স্বামী একজন সঙ্গীত পরিচালক। আমরা দুজনেই একই অঙ্গনে কাজ করি এবং স্বামী ছাড়া কখনো কোনদিন কোন গানের অনুষ্ঠানে যাই না। আমি ধর্মীয় অনুশাসন যতটা সম্ভব মেনে চলি।কথা হলো আপনারা আমাকে অনেক সম্মান করেন ভালোবাসেন, স্নেহ করেন।আমি সেজন্য আল্লাহর কাছে আপনাদের মঙ্গল কামনায় দোয়া করি।আমি আপনাদের অন্তহীন ভালোবাসায় কৃতজ্ঞ।’

এরপর কনকচাঁপা লেখেন, ’কিন্তু হঠাৎ হঠাৎ দুএকটা কমেন্ট আমাকে আ’হ’ত করে। আপনাদের ধারণা শিল্পী হলেই তারা নষ্ট মানুষ!

সবাই কি এক? আর আপনারা বিচার করার কে? আপনার বিচার কে করবে? পরকালে আল্লাহ যদি অনুগ্রহ না করেন তো অনেক ইবাদত করলেও আমরা কেউই কি আমাদের আমল দিয়ে বেহেশতে যেতে পারব? যদি আল্লাহ স্বয়ং অনুগ্রহ না করেন তো আউলিয়াগণও দুশ্চিন্তায় থাকবেন। আমি রক্ষণশীল পরিবারের মেয়ে। আমার গানের সময়টুকু ছাড়া কেউ আমাকে দেখবেই না।আমার বাসায় কোনো সাঙ্গীতিক পরিবেশই নাই, নাই বন্ধুবান্ধব শিল্পী সাংবাদিকদের অপ্রোয়জনীয় আড্ডা! ছত্রিশ বছরের বিবাহিত জীবনে দুই সন্তানের জননী আমি। এখন তিনজন নাতি-নাতনির নানী এবং দাদী।আপনারা আমাকে দোয়া করবেন যেন ভালো কিছু কাজ মানুষের জন্য করতে পারি।’

এরপর সেসব বাজে মন্তব্যকারীদের প্রতি ক্ষোভ উগড়ে দেন কনকাচাঁপ, ’আপনি যদি এতোই পরহেজগার হন তো কনকচাঁপার পেজে আপনার কাজ কি!

কোরান মজিদ নিয়ে বসুন। আমার নামাজ, আমার তসবিহ তাহলীল, আমার কোরান মজিদ, আমার রোজা, আমার তাহাজ্জুদ, আমার নফল ইবাদতের হিসাব আমি আর আমার আল্লাহ বুঝব। এই উল্টাপাল্টা কমেন্ট করা বাদ দিন।নিজের হিসাব নিয়ে ভাবেন। কমেন্ট করার সুযোগ পেলেই বাজে কমেন্টের অভ্যাস ছাড়ুন। যারা বাজে কমেন্ট অথবা অযথা অযাচিত উপদেশ দেন আমি তাদের কি ভাবি জানেন? ভাবি তারা গণ্ডমূর্খ এবং পারিবারিক ভাবে শিক্ষাহীন।অতএব নিজের পরিচয় নিজে দিন, নিজের আখের নিজে গোছান।’

সবশেষে নিজের ফেসবুক পেজ মুছে ফেলতে পারেন বলে জানান এই কণ্ঠশিল্পী।

বাংলা গানের ভূবনে কনকচাপা এক উজ্জ্বল নক্ষত্র। চলচ্চিত্র, আধুনিক গান, নজরুল সঙ্গীত, লোকগীতিসহ প্রায় সবধরনের গানে সমান পারদর্শী এই শিল্পী। ৩৪ বছর ধরে সংগীতাঙ্গনে সমানতালে কাজ করে যাচ্ছেন। এ পর্যন্ত তিনি চলচ্চিত্রের ৩ হাজারেরও বেশি গানে কণ্ঠ দিয়েছেন। এখন পর্যন্ত তার ৩৫টি একক গানের অ্যালবাম প্রকাশিত হয়েছে। ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী শাবনূরের প্রায় প্রতিটি গানেই কনকচাঁপা কন্ঠ দিয়েছেন। প্লে-ব্যাক সিঙ্গার হিসেবে তুমুল শ্রোতাপ্রিয় তিনি।

বর্তমান সময়ে যে বিষয়টি বেশি লক্ষনীয় সেটি হচ্ছে তারকা বা বিনোদন জগতের ব্যক্তিত্বরা বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন নেতিবাচক মন্তব্যের মুখোমুখি হন এবং ভক্ত অনুরাগীরা বিভিন্ন সময় তাদের সমালোচনা করে থাকেন তবে তারকারা তাদের সেই সমালোচনার জবাব দিয়ে থাকেন অনেক ক্ষেত্রে আবার অনেক ক্ষেত্রে সমালোচনার মাধ্যমে তারা নিজের ভুল শুধরিয়ে নেন

Check Also

আমি নায়িকা ছিলাম, নায়িকা হয়েই মরবো: নূতন

ঢাকাই সিনেমার সোনালি যুগের জনপ্রিয় অভিনেত্রী নূতন। দীর্ঘ ক্যারিয়ারে মূল থেকে পার্শ্ব চরিত্র; তিন শতাধিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *