Home / মিডিয়া নিউজ / তিক্ততা ভুলে এক ফ্রেমে সৃজিতের প্রাক্তন ও বর্তমান, দূরত্ব মিটল জয়া-মিথিলার

তিক্ততা ভুলে এক ফ্রেমে সৃজিতের প্রাক্তন ও বর্তমান, দূরত্ব মিটল জয়া-মিথিলার

বাংলাদেশের অন্যতম আলোচিত দম্পতি হলেন সৃজিত মিথিলা জুটি বাংলাদেশের নাট্যাঙ্গনে অন্যতম

জনপ্রিয় মুখ রাফিয়াত রশিদ মিথিলা বিয়ে করেন কলকাতার জনপ্রিয় নির্মাতা শ্রীজিৎ মুখার্জীকে।

যদিও প্রথমদিকে অনেক গুঞ্জন শোনা গিয়েছিল এবং অনেকের সাথে তার প্রেমের সম্পর্ক শোনা গিয়েছিল

তবে তিনি বরাবরই তাদের সম্পর্কটা শুধুমাত্র বন্ধুত্বের মধ্যে সীমাবদ্ধ রয়েছে এমনটা জানালেও পরবর্তীতে তাকে বিয়ে করে নেন

কলকাতায় চলছে বাংলাদেশ চলচ্চিত্র উৎসব। আর সেখানে স্বামী সৃজিত মুখোপাধ্যায়কে নিয়ে মিথিলা যাবেন না তাও কি হয়! শুক্রবার নন্দনে বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে হাজির হয়েছিলেন সৃজিত-মিথিলা। তবে আলোচনাটা তা নিয়ে নয়। নন্দনে সৃজিত-মিথিলার সঙ্গে এ’কফ্রে’মে দেখা গেল জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানকে। যে ছবি আবার নিজেই ফেসবুকে পো’স্ট করেছেন সৃজিতপত্নী মিথিলা।

প্রশ্ন উঠছে তবে কি জয়া আহসানের সঙ্গে মিথিলার ’পুরনো তি’ক্ত’তা’ মি’টল? নন্দনে অভিনেত্রী, সমাজকর্মী রাফিয়াত রশিদ মিথিলা, সৃজিত মুখোপাধ্যায়, জয় আহসানকে এক সা’রিতে বসে থাকতে দেখা গেছে। প্রসঙ্গত, টলিপাড়ায় কানপাতলেই একসময় শোনা যেত, পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসানের সম্প’র্কের কথা। সৃজিতের একাধিক ছবিতে অভিনয়ও করেছেন জয়া।

তবে যেকোনো কারণেই হোক, তাদের সেই সম্প’র্ক বেশিদূর এগোয়নি। শোনা যায়, সৃজিতকে নিয়েই জয়া-মিথিলার মধ্যে দূরত্ব তৈরি হয়। এমনকি সৃজিত-মিথিলার রিসেপশনে টলিপাড়ার বহু তারকাকে আমন্ত্রণ জানানো হলেও নিমন্ত্রণ পাননি জয়া। গু’ঞ্জ’ন, মিথিলার আপ’ত্তিতে’ই নাকি জয়াকে নিমন্ত্রণ করা হয়নি।

যদিও রিসেপশনে পরিচালকের অন্যান্য বান্ধবীদের নিমন্ত্রণপত্র পাঠানো হয়েছিল। বা’দ পড়েছিলেন শুধু জয়া আহসান আর ঋতাভরী চক্রবর্তী। তবে এবার কলকাতায় আয়োজিত বাংলাদেশ ফিল্ম ফেস্টিভ্যালে দেখা গেল অন্যরকম ছবি। একফ্রেমে লেন্সব’ন্দি হলেন সৃজিত মুখোপাধ্যায়ের প্রাক্তন ও বর্তমান। তবে বুঝি জয়া-মিথিলার দূরত্ব মিটল!

রাফিয়াত রশিদ মিথিলা বাংলাদেশের নাট্যাঙ্গনে অন্যতম জনপ্রিয় একজন অভিনেত্রী ক্যারিয়ারে অসংখ্য নাটকে তিনি অভিনয় করেছেন এবং বাংলাদেশের মানুষের কাছে তিনি ব্যাপকভাবে আলোচিত এছাড়াও তার প্রাক্তন স্বামী বাংলাদেশের অন্যতম একজন কণ্ঠশিল্পী এবং অভিনেতা হওয়ার সুবাদে তিনি আরো ব্যাপক জনপ্রিয়। তাহসান-মিথিলার সংসারে বিচ্ছেদের পর তিনি আবার ঘর বাঁধেন কলকাতার জনপ্রিয় নির্মাতা শ্রীজিৎ মুখার্জীর সাথে

Check Also

আমি নায়িকা ছিলাম, নায়িকা হয়েই মরবো: নূতন

ঢাকাই সিনেমার সোনালি যুগের জনপ্রিয় অভিনেত্রী নূতন। দীর্ঘ ক্যারিয়ারে মূল থেকে পার্শ্ব চরিত্র; তিন শতাধিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *