Home / মিডিয়া নিউজ / শাবনূর হয়ে গেলেন নাজিফা জামান

শাবনূর হয়ে গেলেন নাজিফা জামান

বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী কাজী শারমিন নাহার শাবনূর সিনেমা জগতে তিনি শাবনুর নামে

বেশি পরিচিত। 90 দশক থেকে শুরু করে তিনি সিনেমা জগতের সাথে জড়িত রয়েছেন এবং

বর্তমানে তিনি অস্ট্রেলিয়াতে বসবাস করছে এখন সিনেমায় তেমন একটা দেখা যায় না

তাকে তবে একেবারেই যে নিয়ে থেকে তিনি বিদায় নিয়েছেন এমনটি নয়।

চিত্রনায়িকা শাবনূরের একটি ফেসবুক অ্যাকাউন্ট ঘুরে বেড়াচ্ছিল ফেসবুকে। মিডিয়ার লোকজন পেলেই রিকোয়েস্ট পাঠাচ্ছিল।

এমন সব হাই প্রোফাইল মানুষকে সুকৌশলে সেই অ্যাকাউন্টে যুক্ত করা হয়েছিল। যার ফলে সাধারণ অভিনয় শিল্পী থেকে সাংবাদিক সকলেই সেই প্রোফাইলে যুক্ত হয়ে যাচ্ছিলেন। এমন সব পোস্ট আসছিল- যাতে কোনোভাবেই অনুমান করা সম্ভব নয় ফেসবুক অ্যাকাউন্টটি শাবনূরের নয়।

বিষয়টি নিয়ে শাবনূরের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তিনি বলেছিলেন তার কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই। একটি ছিল, প্রয়োজনে খুলেছিলেন কিন্তু সেটি এখন নিস্ক্রিয়। তবে সোশ্যাল মিডিয়ায় ইনস্টাগ্রামে তিনি সক্রিয়।

যে ফেসবুক অ্যাকাউন্টটি খুলে শাবনূরকে বিরক্ত করা হচ্ছিল কালের কণ্ঠে ফেসবুকে আমার কোনো অ্যাকাউন্ট নেই :

শাবনূর শিরোনামে সংবাদ প্রচার হবার পরে ফেসবুক অ্যাকাউন্টটির নাম পরিবর্তন হয়ে গেছে। এছাড়াও ফেসবুক থেকে সকল ছবি ও ভিডিও সরিয়ে ফেলা হয়েছে। বর্তমানে ওই অ্যাকাউন্টটি নাজিফা জামান (Nazifa Zaman) নামে পরিচালিত হচ্ছে। লুকিয়ে ফেলা হয়েছে ফলোয়ার সংখ্যা। তবে বন্ধু তালিকায় এখনো প্রচুর মিডিয়াকেন্দ্রিক লোকজন রয়েছেন।

মিডিয়া জগতের কয়েকজন সাংবাদিক বলছেন, কোনো উদ্দেশ্য নিয়ে ওই ভুয়া ফেসবুক অ্যাকাউন্টটি খোলা হয়েছে। প্রতারণা ছাড়া আর কোনো উদ্দেশ্য থাকতে পারে না।

একই কথা পূর্বেই বলেছেন শাবনূরের বোন ঝুমুর। শাবনূরের ইনস্টাগ্রামে যুক্ত হবার আহবান জানিয়ে শাবনূরের ছোট বোন কাজী জেসিকা

জেরিন ঝুমুর বলেন, ’আপুর নামে ফেসবুকে অসংখ্য অ্যাকাউন্ট ও পেইজ রয়েছে। সেসব ভুয়া। শুনেছি আপুর (শাবনূর) শুভাকাঙ্ক্ষীরা সেই অ্যাকাউন্টকে শাবনূরের অ্যাকাউন্ট মনে করছেন। এতে বড় ধরনের সমস্যা হতে পারে, সবাই সতর্ক থাকতে হবে। শুনলাম একটি সক্রিয় অ্যাকাউন্ট ফেসবুকে শাবনূরের ছবি ও ভিডিও শেয়ার করছে। নিয়মিত পোস্ট দিচ্ছে। বিভিন্নজনের জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে কৌশলে নিজের উদ্দেশ্য হাসিল করার চেষ্টা করছে। সবাইকে সতর্ক থাকতে হবে। চাইলে আপুর সঙ্গে ইনস্টাগ্রামে যোগাযোগ করতে পারেন। সেখানে তাদের প্রিয় শাবনূরকে পাওয়া যাবে।’

ঢাকাই সিনেমার অন্যতম জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন শাবনূর নব্বইয়ের দশকে যখন সালমান শাহ সিনেমার ব্যাপক হয়ে

চলছিল তখন শাবনুর এর আবির্ভাব হয়েছিল এবং ব্যাপকভাবে মানুষের মনে জায়গা করে নিয়েছিলেন তিনি সেই থেকেই তাঁর সিনেমা জগতের পথচলা এবং বর্তমান সময়েও তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে যদিও তিনি সিনেমা থেকে দূরে সরে যাচ্ছেন অনেক বছর হলো স্বামী সংসার সন্তান নিয়ে অস্ট্রেলিয়াতে বহু বছর যাবৎ তিনি অবস্থান করছিলেন

Check Also

আমি নায়িকা ছিলাম, নায়িকা হয়েই মরবো: নূতন

ঢাকাই সিনেমার সোনালি যুগের জনপ্রিয় অভিনেত্রী নূতন। দীর্ঘ ক্যারিয়ারে মূল থেকে পার্শ্ব চরিত্র; তিন শতাধিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *