Home / মিডিয়া নিউজ / এবার বাংলাদেশের বাঁধনকে পছন্দ করলেন সৃজিত

এবার বাংলাদেশের বাঁধনকে পছন্দ করলেন সৃজিত

বাংলাদেশের লাক্সতারকা আজমেরী হক বাঁধন। সুরকার মডেলিং দিয়ে এরপর থেকেই বাংলাদেশের

নাট্যাঙ্গনের সাথে দীর্ঘদিন থেকে তিনি জড়িত এবং অসংখ্য বাংলা নাটকে তিনি অভিনয় করেছেন

তাঁর সুনিপুণ অভিনয় দক্ষতা দেখে অনেকেই মুগ্ধতা প্রকাশ করেছেন এবং এখনো পর্যন্ত তিনি

নাটকের সাথে নিয়মিত ভাবে জড়িত আছেন এবং দর্শকদের বিনোদিত করে যাচ্ছেন নতুন নতুন কাজ উপহার দেয়ার মাধ্যমে

বাংলাদেশের জনপ্রিয় লেখক নাজিম উদ্দিনের ’রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’ উপন্যাসটি নিয়ে কাজ

করতে আগ্রহ দেখিয়েছিলেন কলকাতার চলচ্চিত্রকার সৃজিত মুখার্জি। এরপর ভারতীয় একটি ওটিটি প্ল্যাটফর্ম থেকে ঘোষণাও আসে এই উপন্যাস নিয়ে ওয়েব সিরিজ নির্মাণ করবেন ’জাতিস্মর’র সৃজিত।

প্রথমে উপন্যাসটির কেন্দ্রীয় চরিত্র মুশকান জুবেরী হিসেবে শোনা যায় জয়া আহসানের নাম। এরপর জানা যায়, ’বিসর্জন’র জয়া নন ’স্বপ্নজাল’র পরীমনিকে দেখা যাবে সৃজিতের স্বপ্নের এই প্রজেক্টে। করোনার কারণে সবকিছুই চাপা পড়ে গেলে এ নিয়ে আর কোনো আলোচনাই দেখা যায়নি।

কয়েকমাস বিরতি দিয়ে এই সিরিজটি আলোচনায় আনেন সৃজিত নিজেই। জানান, তার প্রবল ইচ্ছে ছিলো বাংলাদেশি লেখকের ’রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’ সিরিজ আকারে পর্দায় তুলে ধরবেন সৃজিত বাংলাদেশি শিল্পী নিয়েই। কিন্তু করোনার কারণে বাংলাদেশের কাউকে নিয়ে কাজটি করতে পারছেন না তিনি।

এই যখন ছিলো খবর তখন কলকাতার বর্তমান পত্রিকার দাবি, এই সিরিজে নায়িকা চরিত্রে সৃজিতের পছন্দ লাক্স তারকা আজমেরী হক বাঁধন। তার কাজ করার বিষয়টি চূড়ান্ত। এরই মধ্যে পশ্চিমবঙ্গের বর্ধমান-দুর্গাপুর অঞ্চলে শুটিংও শুরু হয়েছে সিরিজটির।

এখানে বিশেষ একটি চরিত্রে অভিনয় করছেন গায়ক, অভিনেতা ও পরিচালক অঞ্জন দত্ত। সিরিজের অন্যান্য চরিত্রে রয়েছেন রাহুল বোস, অনির্বাণ ভট্টাচার্য, অনির্বাণ চক্রবর্তী প্রমুখ।

তবে এ প্রসঙ্গে বাঁধনের কোনো আনুষ্ঠানিত মন্তব্য পাওয়া যায়নি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তার সঙ্গে যোগাযোগ করা হলে এ অভিনেত্রীর মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। তবে বর্তমান পত্রিকার সূত্রে পাওয়া খবরটি বাঁধন ভক্তদের মনে বেশ আনন্দের সঞ্চার করেছে।

বাংলাদেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন শুধুমাত্র ছোট পর্দায় নয় বরং বড়পর্দাতেও তিনি ব্যাপকভাবে জনপ্রিয় সুনিপুণ অভিনয় দক্ষতা এবং নজরকাড়া গ্লাস দিয়ে তিনি ব্যাপকভাবে সবার নজরে উঠে আসেন তিনি ইতিপূর্বে বেশ কয়েকটি সিনেমায় কাজ করেছেন

Check Also

আমি নায়িকা ছিলাম, নায়িকা হয়েই মরবো: নূতন

ঢাকাই সিনেমার সোনালি যুগের জনপ্রিয় অভিনেত্রী নূতন। দীর্ঘ ক্যারিয়ারে মূল থেকে পার্শ্ব চরিত্র; তিন শতাধিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *