





ঢাকাই ছবির জনপ্রিয় অভিনেতা শাকিব খান।বহু আগে থেকেই সিনেমা জগতে বিষয়ে রয়েছেন তিনি






সেই সুবাদে অসাধারণ অভিনয় দক্ষতা অর্জন করে নিয়েছেন এই অভিনেতা একের পর এক ব্যবসাসফল






সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন তার অভিনয় দক্ষতা এবং সুদর্শন চেহারার কারণে ব্যাপকভাবে






জনপ্রিয় হয়ে ওঠেন এই অভিনেতা এবং এখন পর্যন্ত তিনি ঢাকায় ছবির শিশু অভিনেতা হিসেবে
সমাদৃত রয়েছেন তবে ব্যক্তিগত কারণে ব্যাপকভাবে সমালোচনার মুখে পড়তে হয়েছে এই অভিনেতাকে
ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। দীর্ঘদিন তিনি মিডিয়া থেকে দূরে ছিলেন। তবে দীর্ঘ বিরতির পর আবারো তিনি অভিনয় জগতে ফিরে এসেছেন।
সম্প্রতি ’ছায়াবৃক্ষ’ ও ’প্রিয় কমলা’ শিরোনামে দুটি সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছেন এই অভিনেত্রী। এর মধ্যে বিজয় দিবসে মুক্তি পাচ্ছে তার অভিনীত ’প্রিয় কমলা’ সিনেমাটি। এ সিনেমায় অপুকে দেখা যাবে বীরাঙ্গনা চরিত্রে।
অপু বিশ্বাস সম্প্রতি একটি দেশীয় টিভি চ্যানেলের এক সাক্ষাৎকারে অংশ নিয়েছিলেন। এক ঘণ্টা ১৩ মিনিটের সেই আয়োজনে এ চিত্রনায়িকা ভাগাভাগি করেছেন তার জীবনের গল্প।
সেই গল্পে অপু জানিয়েছেন, জয়ের সঙ্গে তার বাবার (শাকিব খান) মাঝে মাঝে দেখা হয়। সেও ব্যস্ত। আমরা সবাই সবার জায়গা থেকে অনেক বেশি ব্যস্ত, দেখা হয়…।
নিজের পছন্দের সিনেমার আলোচনায় অপু বলেছেন, যখন যেটা আসে, তখন আমি সব মুভি দেখি। সব মিলিয়ে দেখা হয় রোমান্টিক, কখনো অ্যাকশন,
কখনো বিভিন্ন… আমার বেশি ভালো লাগে হিন্দি মুভি দেখতে, ওটার মধ্যে একটা আর্ট থাকে। যেটা বোঝা যায়, যেটা দেখার পর ফিল হয় আমি হয়তো আমার একটা ক্যারেকটার প্লে করতে পারব। যেটা ইংলিশ (ইংরেজি) মুভিতে অসম্ভব…।
এই অভিনেত্রী আরো জানিয়েছেন, ছোটবেলায় তিনি নাচের শিক্ষিকা হতে চাইতেন।
ঢাকাই ছবির আলোচিত জুটি শাকিব খান এবং অপু বিশ্বাস তবে সিনেমা জগতের মধ্যেই তাদের প্রেম-ভালোবাসা এবং এরপর তারা গোপনে
বিয়ে করেছিলেন তবে সিনেমা জগতের কেউ সিটি টের পাইনি পরবর্তীতে তাদের সন্তান জন্ম নেয় এবং বড় হতে থাকে তবে এক পর্যায়ে অপু বিশ্বাস তার সন্তানকে প্রকাশ্যে নিয়ে আসেন এবং মানুষ যখন জানতে পারে যে শাকিব খান ওই সন্তানের বাবা এবং শাকিব খান নিজেও সেটা স্বীকার করে নেন