





বাংলাদেশ বিনোদন জগতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শাবনুর নব্বইয়ের দশক থেকে শুরু হয়






তার অভিনয় জীবনের পথচলা এরপর আর কখনোই পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে একের






পর এক জনপ্রিয় সিনেমা তিনি উপহার দিয়েছেন দর্শকদের এবং নিজেকে নিয়ে গিয়েছেন অনন্য






পর্যায় তার অভিনয় দক্ষতা দিয়ে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ বিভিন্ন সম্মাননা পুরস্কার অর্জন
করে নিয়েছেন। বর্তমানে অভিনেত্রী শাবনূর এখন আর সিনেমাতে নিয়মিত নেই
স্বামী-সংসার নিয়ে তিনি অস্ট্রেলিয়াতে বসবাস করছিলেন দীর্ঘদিন যাবত
ঢাকাই চলচ্চিত্রের মুকুটহীন সম্রাজ্ঞী শাবনূর এখন অভিনয় থেকে অনেকটাই দূরে। বিয়ের পর থেকে অভিনয়ে অনিয়মিত হয়ে
পড়া শাবনূরের জীবনে বড় ধরনের ধকল বয়ে গেছে কদিন আগে। স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে এখন অস্ট্রেলিয়ায় আছেন এ নায়িকা। সঙ্গী একমাত্র ছেলে আইজান।
সম্প্রতি সিডনি থেকে গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে আইজানকে নিয়ে নিজের স্বপ্নের কথা জানান শাবনূর।
শাবনূর বলেন, ’আমার ছেলে ক্রিকেট খেলা খুব পছন্দ করে। যে কোনো দেশের খেলা টেলিভিশন চললে, ওকে সরানো যায় না।
বাংলাদেশের খেলা হলে তো কথাই নেই। কখন কীভাবে যে ক্রিকেটের প্রতি এতটা ভালোবাসা জন্মাল, টেরই পেলাম না। আমিও চাই– ছেলে আমার খুব ভালো একজন ক্রিকেটার হয়ে ওঠুক। এটিই আমার স্বপ্ন।’
’চাঁদনী রাতে’ সিনেমা দিয়ে অভিনয় শুরু শাবনূরের। টানা তিন দশক দাপটের সঙ্গে ঢালিউডে কাজ করেছেন।
২০১০ সালের পর থেকে অভিনয়ে অনিয়মিত হয়ে পড়েন। ঢাকা টু সিডনি যাওয়া–আসার মধ্যে থাকায় অভিনয়টা গৌন হয়ে পড়ে তার কাছে। অস্ট্রেলিয়ার নাগরিকত্ব পাওয়া শাবনূর তার সন্তানকে নিয়ে এখন সেখানেই থাকছেন।
শাবনূর বিচ্ছেদ যাতনা ভুলে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন। ফেসবুক ও ইনস্টাগ্রামে সক্রিয় হয়েছেন। শিগগিরই নিজের ইউটিউব প্ল্যাটফরম চালু করবেন বলে জানান এ নায়িকা।
বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী শাবনুর একটা সময় দাপটের সাথে বাংলা সিনেমাতে অভিনয় করতেন তিনি এবং বাংলাদেশের সেরা
অভিনেত্রী দের মধ্যে তিনি একজন তবে তিনি বিয়ের পর নিজেকে সিনেমা থেকে গুটিয়ে নেন এবং স্বামীর সাথে চলে যান অস্ট্রেলিয়ায় সেখানে স্বামী সন্তান সংসার নিয়ে অস্ট্রেলিয়াতে বসবাস করছিলেন দীর্ঘদিন থেকে মাঝেমধ্যে দেখা যেত তিনি দেশে আসলেও গোপনে আবার চলে যেতেন কয়েকদিন পরেই