





বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতা বাপ্পি চৌধুরী।সময়ের সাথে সাথে নিজেকে চলচ্চিত্রাঙ্গনের একজন






জনপ্রিয় অভিনেতা হিসেবে পরিচিত করতে চলেছেন তিনি এবং দীর্ঘদিন থেকে তিনি সিনেমা অঙ্গনে






লেগে আছেন এবং নিজেকে পুরোদস্তুর অভিনেতা হিসেবে গড়ে তোলার চেষ্টা করছেন এবং এরই মধ্যে






তার অনেক সিনেমা মুক্তি পেয়েছে এবং তার দর্শকপ্রিয়তা বেড়েছে আগের তুলনায় অনেক নায়ক






নির্ভর ছবিগুলোতে দেখা যাচ্ছে এখন তাকে এবং অনেকেই তার অভিনয়ের প্রশংসা করছেন
বাপ্পী চৌধুরী। চিত্রনায়ক। সম্প্রতি ’প্রিয় কমলা’ ছবির কাজ শুরু করেছেন। শাহরিয়ার নাজিম জয় পরিচালিত এ ছবি, বর্তমান ব্যস্ততা ও অন্যান্য প্রসঙ্গে কথা বলেছেন জতীয় দৈনিক সমকালের সাথে। পাঠকদের জন্য সেই সাক্ষাৎকারটি হুবহু তুলে ধরা হলো।
চারদিকে অনেক শোরগোল। শুটিং করছেন?
হ্যাঁ। আজ [শনিবার] থেকে গাজীপুরের পুবাইলে ’প্রিয় কমলা’ নামে ছবির কাজ শুরু করেছি। এটি পরিচালনা করছেন অভিনেতা
নির্মাতা শাহরিয়ার নাজিম জয়। আমাদের মহান মুক্তিযুদ্ধের গল্প নিয়ে নির্মিত হচ্ছে ছবিটি। রয়েছে প্রেম-ভালোবাসাও। যুদ্ধের সময়ে একটি গ্রামে কমলা তার প্রেমিক প্রিয়কে ভালোবাসে। দেশে যুদ্ধ শুরু হলে কমলার উৎসাহে সে যুদ্ধে অংশগ্রহণ করে। এভাবেই ছবির গল্প এগিয়ে যায়। এই ছবিতে আমাকে দেখা যাবে প্রিয় চরিত্রে। আর কমলার ভূমিকায় অভিনয় করেছেন অপু বিশ্বাস। এরই মধ্যে ছবির প্রায় বেশিরভাগ অংশের চিত্রায়ণ শেষ হয়েছে। পরিচালকের কাছে শুনেছি, আসছে ডিসেম্বরে ছবিটি মুক্তির পরিকল্পনা করছেন তিনি।
অপু বিশ্বাসের সঙ্গে এর আগে আরও একটি ছবিতে অভিনয় করেছেন। সেই ছবির খবর বলুন।
’শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু’ নামে এই ছবিটি চলতি বছরের মার্চে মুক্তির পরিকল্পনা করেছিলেন পরিচালক দেবাশীষ বিশ্বাস।
কিন্তু সে সময় করোনার কারণে দেশের সব প্রেক্ষাগৃহ বন্ধ ঘোষণা করায় ছবিটি আর মুক্তি পায়নি। এখন ছবিটি কবে মুক্তি পাবে, তা ভালো বলতে পারবেন পরিচালক ও প্রযোজক। তবে এটা বলতে পারি, কমেডি ধাঁচের রোমান্টিক গল্পে নির্মিত ছবিটি দর্শকের কাছে ভালো লাগবে।
চলচ্চিত্রের অনেকেই বলেন, অপু বিশ্বাস আর আপনার জুটি ’অসম’…
অবশ্যই আমাদের জুটি অসম। আমাদের দু’জনের বয়সের ব্যবধানও অনেক। কিন্তু সেটি আমরা মনে করি না। কারণ, আমরা অভিনয়শিল্পী। আমাদের কাজ অভিনয়। নির্মাতারা আমাদের জুটি করে চলচ্চিত্র নির্মাণ করছেন। যে জন্য জুটি গড়ে উঠতে শুরু করেছে।
এ সময়ে আপনার হাতে রয়েছে কী কী ছবির কাজ?
কিছুদিন আগে শেষ করেছি বেলাল সানির ’ডেঞ্জার জোন’, আশরাফ শিশিরের ’৫৭০’ ছবির কাজ। দীপঙ্কর দীপনের ’ঢাকা ২০৪০’
এবং ওয়াহিদুজ্জামান ডায়মন্ডের ’কোভিড-১৯’। ছবির কিছু অংশের চিত্রায়ণ এখনও বাকি রয়েছে। আর মুক্তির অপেক্ষায় আছে দেবাশীষ বিশ্বাসের ’শ্বশুরবাড়ি জিন্দাবাদ-টু’ ও সাফিউদ্দিন সাফির ’সিক্রেট এজেন্ট’।
প্রায় এক দশকের ক্যারিয়ারে কী শিখলেন?
চলচ্চিত্রে কেউই আপন নয়। যখন যার নামডাক রয়েছে, সবাই তার সঙ্গেই আছেন। এখানে বন্ধুর সংখ্যা অনেক কম। একজন তারকা শিল্পীর যখন যশ-খ্যাতি চলে যায়, তখন সবাই তার দিক থেকে মুখ ফিরিয়ে নেয়। পাশাপাশি এখানে রয়েছে নোংরা রাজনীতি।
ঢালিউডের কুইন বলা হয় অভিনেত্রী অপু বিশ্বাসকে ঢাকাই ছবির অভিনেতা শাকিব খানের সাথে জুটি বেঁধে বহু সিনেমায় তিনি অভিনয় করেছিলেন
এবং সে সময় তিনি ব্যাপক প্রশংসা কুড়িয়েছিলেন অভিনয়ের জন্য তবে দীর্ঘ দিন একসাথে শাকিব খানের সাথে জুটি বাঁধার কারণে তাকে বিভিন্ন কথা শুনতে হয়েছে এবং সেই সাথে ব্যক্তিগত কারণে তিনি ব্যাপক আলোচনায় এসেছিলেন মূলত শাকিব খানের সাথে গোপনে বিবাহ এবং বিচ্ছেদের পর থেকে এই আলোচনাগুলো চলতে