





নির্মিত হয়েছে বাংলাদেশের সবচেয়ে ব্যয়বহুল মেগা সিরিয়াল ’সাত ভাই চম্পা’। রুপকথার গল্প নিয়ে






দেশীয় আঙ্গিকে নির্মিত এই মেগা সিরিয়াল। রিপন নাগ পরিচালিত এই নাটকটির প্রথম পর্ব প্রচারিত






হয়েছে ২৩ ফেব্রয়ারি। ২৮ ফেব্রয়ারি থেকে চ্যানেল আইতে সপ্তাহের প্রতি বুধ, বৃহস্পতি ও শুক্রবার রাত ৮টায় নাটকটি প্রচারিত হবে বলে জানায় চ্যানেল আই কর্তৃপক্ষ।
চ্যানেল আই কর্তৃপক্ষ আরো জানায়, ব্যয়বহুল এই মেগা সিরিয়াল সেট নির্মাণ করতেই খরচ হয়েছে এক কোটি টাকা। প্রায় ৩০০ কলাকুশলী নিয়মিত কাজ করছেন এ নাটকে। নাটকের সূচনা সংগীত করেছে ’চিরকুট’।
ধারাবাহিকটিতে অভিনয় করেছেন আহমেদ শরীফ, অমিত সিনহা, একে আজাদ, শানারেই দেবী শানু, চৈতি, দিলরুবা হোসেন দোয়েল, নাফিসা কামাল ঝুমুর, রেবেকা সুলতানা দীপা, বৃষ্টি, নওশাবা , টাইগার রবি, সুব্রত, শফি মণ্ডল, সুশান্ত পাউল, মানস বন্দ্যোপাধ্যায়, মুনমুন আহমেদসহ আরো অনেকে।