





পরিচালক অভিনেতা অভিনেত্রীদের প্রেম-ভালোবাসা-বিয়ে এটি নতুন কিছু নয় প্রতিনিয়ত তাঁরা প্রেমের






সম্পর্কে জড়াবে কিংবা বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তবে কারো সংসার টিকে সেটা খুবই নগণ্য তবে বেশিরভাগ






ক্ষেত্রেই বহুবিবাহ এবং সংসার ভেঙে যাওয়ার ঘটনা আছে এই বিনোদন জগতে বাংলাদেশের মধ্যেই সীমাবদ্ধ






নয় বরং পার্শ্ববর্তী দেশ সহ বিভিন্ন দেশের তারকাদের বহুবিবাহ এর কথা শোনা যায় কিন্তু কেন তাদের সংসার পেতে হয় সেটা কারো জানা নেই
বিয়ে করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা শ্যামল মাওলা। পাত্রী তাঁর দীর্ঘদিনের বন্ধু মাহা শিকদার।
গতকাল ১০ অক্টোবর সন্ধ্যায় রাজধানীর একটি রেস্টুরেন্টে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এই সময়ে উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্য ও কাছের বন্ধুরা।
মাহা শিকদার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আইন নিয়ে পড়ছেন। এ ছাড়া ছোটপর্দায় তাঁকে অভিনয় করতেও দেখা গেছে। এটি শ্যামল মাওলার দ্বিতীয় বিয়ে। প্রথম স্ত্রী নন্দিতার সঙ্গে তাঁর তিন বছরের সংসার ছিল। সেই সংসারে তাদের একটি পুত্রসন্তান রয়েছে।
বিয়ের আগে শ্যামল মাওলা ও মাহার একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ে। মূলত তাঁদের সোশ্যাল হ্যান্ডেল হ্যাকারদের কবলে।
সে সময় শ্যামল মাওলা বলেছিলেন, ’আমি যার সঙ্গে রিলেশনশিপে আছি তার সঙ্গে একটা ফান ভিডিও ছিল- ওটা লিক হয়েছে। হ্যাকাররা হ্যাক করেছে। এটা একটা টিকটক ছিল। হ্যাক হয়ে ভিডিওটি অন্যদের দখলে চলে যায়। বিষয়টি নিয়ে আমি বিব্রত। এটা আসলে মজা করেই করেছিলাম। সিরিয়াস কোনো বিষয় নয়।’
সেই রিলেশনশিপই বাস্তবতার মুখ দেখল। শ্যামল-মাহা এখন স্বামী-স্ত্রী হিসেবে সংসার শুরু করেছেন।
আবার বিয়ে করলেন অভিনেতা শ্যামল মাওলা।দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল তার বন্ধু মাহা শিকদার এর সাথে তবে সে বন্ধুত্বকে
এবার প্রণয় করালেন শ্যামল মাওলা।তার প্রথম স্ত্রী ছিলেন নন্দিতা এবং তার সাথে সংসার করেছেন প্রায় তিন বছরের মতো এবং সেই সংসারে তাদের একটি পুত্র সন্তান রয়েছে তবে বিভিন্ন কারণে সে সংসার ভেঙে যাওয়ার কারণে আবারো বিয়ে বন্ধনে আবদ্ধ হলেন শ্যামল মাওলা এবং এবার প্রার্থী হিসেবে বেছে নিলেন তাঁর দীর্ঘদিনের বন্ধু কে