Home / মিডিয়া নিউজ / শাহরুখ খানকে সেদিন কষিয়ে একটা চড় মারতে চেয়েছিলাম : জয়া বচ্চন

শাহরুখ খানকে সেদিন কষিয়ে একটা চড় মারতে চেয়েছিলাম : জয়া বচ্চন

বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বরিয়া রায়। তার সম্পর্কে জানা যায় যে তিনি বলিউডের

কিংবদন্তী অভিনেতা সালমান খানের সাথে সম্পর্কে ছিলেন এবং সেটা সবারই জানা তবে সেই সম্পর্ক

থেকে বেরিয়ে এসে তিনি একাধিক সম্পর্কে জড়িয়ে পড়েন এবং পরবর্তীতে অমিতাভ বচ্চন এর পুত্র

অভিষেক বচ্চন এর সাথে সম্পর্কের পর বিয়ের পিঁড়িতে বসেন তবে তাদের এই বিয়ের পর অনেক

ভাবে অনেকে তাদেরকে বিভিন্ন মন্তব্য করে থাকে তারই ধারাবাহিকতায় একবার শাহরুখ খান ক্যাটরিনা জন্মদিনের পার্টিতে গিয়ে নিয়ে নানা বাজে মন্তব্য করেছিলেন এবং তাতে নিজেকে হারিয়ে তাকে চড় মারতে চেয়েছিলেন ঐশ্বরিয়ার শাশুড়ি জয়া বচ্চন

শাহরুখ খানকে সেদিন কষিয়ে একটা চড় মা’রতে চেয়েছিলাম। নিজের সেদিনকার বির’ক্তি এভাবেই প্রকাশ করলেন অমিতাভ জায়া জয়া বচ্চন।এমনিতেই বদরাগী হিসেবে জয়া বচ্চন যথেষ্ট পরিচিত বলিউড মহলে। প্রায় সবসময়েই তার মেজাজ সপ্তমে থাকে বলে খবর।

জয়া জানান, ২০০৮ সালে ক্যাটরিনার জন্ম’দিনের পার্টি ছিল। সেখানে অ’তিথি হিসেবে উপস্থিত ছিলেন সালমান ও শাহরুখ।সেখানে ঐশ্বরিয়াকে নিয়ে বাজে কিছু মন্তব্য করেছিলেন শাহরুখ। এই প্রসঙ্গে জয়া বচ্চন বলেন, ওই অনুষ্ঠানটি যদি তখন আমা’র বাড়িতে হত তাহলে আমি শাহরুখকে চড় মা’রতাম। ঠিক যেমনটা আমি আমা’র ছে’লের ক্ষেত্রেও করতাম।

শাহরুখ খান হলেন বলিউডের অন্যতম সেরা অভিনেতা তাকে বলিউডের বাদশা বলেও আখ্যায়িত করা হয়ে থাকে। বিগত কয়েক দশক ধরে বলিউডে তিনি দুহাত

ভরে দিয়ে এসেছেন বিশেষ করে নব্বইয়ের দশক যেন তার জন্য স্বর্ণালী ছিল। শাহরুখের নব্বইয়ের দশকের একটি ছবি বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করে এবং গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুকে নাম লিখিয়ে ফেলে যার ফলে এই ছবিটি নিয়ে যে হারে আলোচনা শুরু হয় সেই হারে জনপ্রিয়তা বাড়ে শাহরুখ খানের। এরপর থেকেই ধারাবাহিকভাবে জনপ্রিয় কিছু সিনেমা তিনি দর্শকদের উপহার দিয়ে এসেছেন এবং বর্তমান সময়ে তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন দর্শকদের জন্য ভাল কিছু উপহার দেওয়ার

Check Also

আমি নায়িকা ছিলাম, নায়িকা হয়েই মরবো: নূতন

ঢাকাই সিনেমার সোনালি যুগের জনপ্রিয় অভিনেত্রী নূতন। দীর্ঘ ক্যারিয়ারে মূল থেকে পার্শ্ব চরিত্র; তিন শতাধিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *